স্বপ্ন দেখেছি । আবদুল বাকী
স্বপ্ন দেখেছি
– আবদুল বাকী
স্বপ্ন দেখেছিলাম গভীর রাত
জড়িয়ে ধরে করেছিলাম কত রকম বাত।
পেয়েছিলাম অনুভব, কত রকম সুখ
ঘুচিল এক রাতে জীবনের দুখ।
জীবনের আনন্দে, মনের অজান্তে
ভাসিয়ে ছিলাম তরী সূর্য দিগন্তে ।
দেখেছিলাম তোমাকে,দেখেছিলে আমাকে
তৃপ্তি পেয়েছিলাম নিশিত রাতে
কল্পনার পরী তুমি, পুষ্প রানী
আঁধারে ছিলে তুমি চোখের ঝলকানি।
প্রভাতে ভাঙ্গিলে ঘুম, বিছানায় হাত
শুন্য বিছানা, কি দেখেছিলাম সারারাত।
ভাবি বসে কপালে দিয়ে হাত
কি দেখিলাম, স্বপ্ন জীবনটা কোপকাত।