প্রেমিক মনে বসন্ত । ম.ম.রবি ডাকুয়া

0

দক্ষিণাঞ্চলের সাড়াজাগানো তারুন্যের কবি রবি ডাকুয়ার বসন্তের কবিতা

                                                                     প্রেমিক মনে বসন্ত

                                                                     – ম.ম.রবি ডাকুয়া

ফুল না ফুটলে তার নাম বসন্ত হতো না,

রং হীন কোন বনে ফাগুন ওতো না।

বসন্ত ও এত প্রাণবন্ত না যদি ফুল ফুটতো না,

প্রেম না জাগলে বনে কোকিল ও জুটতো না।

তবে বসন্ত এসেছে আমের বনে,

আর সবার মনে।

বসন্ত আজ জেগেছে তাই মন ফাগুনে জেগেছে,

মন মহুয়া নেচেছে বসন্ত তাই প্রাণবন্ত সাজে সেজেছে।

পুষ্পই আজ যেচে ঋতু ভালবেসেছে,

মনে থাকুক আর বনে থাকুক আজ আবার বসন্ত এসেছে।

মনে কে এত আগুন লাগালো,

বুঝি বনে বসন্ত জাগালো।

সব জড়তা ভুলে এলো যেন রব তুলে,

আজ আবার হারাই প্রেয়সী মনে প্রেমিক মনের দুয়ার খুলে।

এ কি উচ্ছল এ কি প্রাণবন্ত ,

বার্তা দিলাম আজ বসন্ত।

জগুক মনে থাকুক অক্ষয়,

প্রেমিক মনে যেন রোজ বসন্ত বয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.