বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কেক পরিদর্শন করলেন এমপি পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস
এস এম রিমন হোসেন, জেলা প্রতিনিধি : পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তৈরি ১২০ ফুট দৈর্ঘ্যের কেক পরিদর্শন করলেন পাবনা ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের পুত্র, যুবনেতা, ঈশ্বরদী যুব সমাজের আইকন, তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস । বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে বড় কেক, যা আজ পর্যন্ত দেখা যায়নি। ঈশ্বরদী উপজেলার মধ্য অরন কোলা, আলহাজ্ব ক্যাম্পের বাসিন্দা হিরক আহমেদ এর আয়োজনে প্রধান পাড়ায় অবস্থিত শামসুর রহমান শরিফ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ প্রাঙ্গণে কেক কাটা ও প্রদর্শনী অনুষ্ঠান এর আয়োজন করা হয়। আর এই আয়োজনে আশেপাশের এলাকা সহ ঈশ্বরদীতে একটি চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে। জানা যায় কেকটি প্রায় ৮০০ পাউন্ডের হবে। এই কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
পাবনা ৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) এমপি জননেতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস । আয়োজক হীরক আহমেদ এর সাথে কথা বলতে গেলে সে আমাদের জানায়, বঙ্গবন্ধুকে সে কখনো দেখে নাই, কিন্তু বঙ্গবন্ধুর নীতি ও আদর্শতে সে অনুপ্রাণিত। সে আরও বলেন বঙ্গবন্ধুর দেখা না পেলে ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনা কে দেখে কিছু টা উপলব্ধি করতে পেরেছি বঙ্গবন্ধু কেমন হতে পারে। আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে এ আয়োজন করছি।
আমি একটি ক্ষুদ্র ব্যবসা করি। আমার সামর্থ্য নেই বড় আয়োজন করার তবুও নিজের গচ্ছিত কিছু অর্থ দিয়ে আমি এই আয়োজন করছি। আজ বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি। তার জন্য মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। সে বাঙালি জাতির পিতা। যতদিন বেঁচে থাকব অন্তরে বঙ্গবন্ধুকে, তার নীতি আদর্শকে লালন করে বেঁচে থাকব ইনশাআল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
এ বিষয়ে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেএিবৃন্দ আমাদের বলেন বঙ্গবন্ধুর আদর্শ মেনে দেশ আজ এতো দূর । বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে হিরক আহমেদ ভাই যেই কেক কাটা ও প্রদর্শনী অনুষ্টানের আয়োজন করেছে আমরা তা সফল করার লক্ষ্যে কাজ করে যাবো । আজ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের সংগঠন আওয়ামী লীগ , যুবলীগ ও ছাত্রলীগ কোন কিছুতে পিছপা হয়নি আর আজও তা হবে না। জামাত-বিএনপি ও স্বৈরাচারীদের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান কে আমরা সফল করব ইনশাআল্লাহ । জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক সকল মেহনতী মানুষের।