প্রধানমন্ত্রীর উপহারের এক টন আম যাচ্ছে নেপালে

0

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারতের পর এবার নেপালে আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পাঠানো হয়েছে এক হাজার কেজি আম। ১০ কেজি করে ১০০টি কার্টনে এই আম মোড়কজাত করা হয়। সোমবার সন্ধায় বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে আম নিয়ে একটি পিকআপ গাড়ি নেপালের উদ্দেশে যাত্রা শুরু করে।

এ সময় বাংলাবান্ধা স্থলবন্দরে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের এডিশনাল এসপি সদর সার্কেল রাকিবুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহম্মেদ, বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ, বাংলাবান্ধা ল্যাল্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি- বেসরকারি কর্মকর্তারা।

এর আগে ৪ জুলাই ভারতের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশটিতে উপহার হিসেবে পাঠানো হয় ২ হাজার ৬০০ কেজি আম। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আম পাঠানো হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.