পাবনায় করেনায় কেরে নিল আরও ১০ জনের প্রাণ !
পাবনা প্রতিনিধি : পাবনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত তারা মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, করোনা ইউনিটে ৭৮ জন রোগী ভর্তি রয়েছেন। ২৪ ঘন্টায় মারা গেছেন ৫ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন ৪ জন। এছাড়াও সদরে একজন মারা গেছেন।
উপসর্গে মৃতরা হলেন; আটঘরিয়ার নাসিরাপুর গ্রামের মৃত হারান মোল্লার ছেলে আব্দুল গফুর (৬২), বেড়া উপজেলার আমিনপুর এলাকার আরিফুল ইসলামের স্ত্রী নিলুফা আক্তার (৬০), হেমায়েতপুর গ্রামের মতিউর রহমানের স্ত্রী সুমা রহমান (৪০), ঈশ্বরদীর রূপপুর এলাকার মৃত দৌলত খানের ছেলে ইদ্রিস আলী (৬৩), শহরের দিলালপুর মহল্লার আবু তালেবের স্ত্রী শাহেদা শানু (৬০), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন সুলতানা (৩০)।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা যাওয়া ১ জন ও উপসর্গে মারা যাওয়া ৩ জনের জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডাঃ সালেহ মোহাম্মদ আলী জানান, করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরনের কোন সংকট নেই। রোগীদের মানসিক শক্তি, মনোবল বাড়ানোসহ করোনা রোগীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা। তিনি আরও বলেন, আক্রান্ত হওয়ার শেষ সময়ে রোগীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে দাড়াঁয়। মারা যাওয়া প্রায় সব রোগীই আক্রান্ত হওয়ার শেষ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। করোনার উপসর্গ দেখা দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানান।