ইঞ্জিঃ মোঃ হোসাইনের উদ্যোগে হাজীগঞ্জ শাহরাস্তি তে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

0

নিজস্ব প্রতিনিধি : বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে করোনা রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করলেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। ৩০ আগস্ট সোমবার হাজিগঞ্জ পাইলট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  বুয়েট অ্যালমোনাই অ্যাসোসিয়েশনের ট্রাষ্টি, পাওয়ার সেলের মহাপরিচালক ও আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন ছাত্র অবস্থায় রাজনীতির সাথে সম্পৃক্ত হই জনসেবা মানসিকতা নিয়ে। সেই ধারায় আজও জনগনের পাশে রয়েছি। এই করোনাকালীন সময়ে নিজের সর্বোচ্চ দিয়ে জনগনের পাশে দাঁড়িয়েছি ভবিষ্যতেও সাথে থাকবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন, গাউছিয়া কমিটি চাঁদপুর জেলার সভাপতি আলহাজ্ব প্রফেসর শাহজামাল তালুকদার, হাজিগঞ্জ পাইলট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার তানভীর, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা মুফতি ফজলুল কাদের বাগদাদী। শাহরাস্তির সভাপতি উপধ্যক্ষ সায়েদুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক কাজী আঃ হান্নান। চাঁদপুর জেলার হাজীগঞ্জ – শাহরাস্তি শাখার আয়োজনে গাউছিয়া কমিটি অনুষ্ঠানের আয়োজন করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু, ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, হাজিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর কাজী কবির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মফিজুর রহমান মাউলা। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান, হাজিগঞ্জ পৌর তাঁতী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজী সাবেক ছাত্রনেতা নেছার আহমেদ, ফারুক আহমেদ আব্দুর রাজ্জাক সহ অনেকে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.