পাঁচ বছরের সম্মানীর টাকা বিলিয়ে দিলেন ইউপি সদস্য সিরাজ

0

মো. হুমায়ুন কবির, (গৌরীপুর) : ময়মনসিংহের গৌরীপুরের মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম সিরাজ (৩৯) নিজের পাঁচ বছরের সম্মানী ভাতার টাকা দিয়ে চার শতাধিক দুস্থ নারীদের শাড়ি উপহার দিয়েছেন। এছাড়াও সম্মানী ভাতার টাকার একটি অংশ এলাকার ১২টি মসজিদের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য অনুদান দিয়েছেন তিনি।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মইলাকান্দা ইউনিয়নের নওপাই ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে দুস্থ নারীদের শাড়ি উপহার দেয়ার পাশাপাশি মসজিদ কমিটির কাছে অনুদানের টাকা তুলে দেন ইউপি সদস্য সিরাজ। ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম সিরাজ সাংবাদিকদের বলেন, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন ও দুস্থদের পাশে দাঁড়াতে ব্যতিক্রম কিছু করতে গিয়ে নিজের পাঁচ বছরের সম্মানী ভাতার টাকা জমিয়ে জনকল্যাণে ব্যয় করেছি।

গ্রামের প্রবীণ ব্যক্তি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পারভেজ আহমেদ, শাহীনুর রহমান, পারভেজ আহমেদ, খোকন মিয়া, ইসহাক আলী, মোহাম্মদ আলী, সালমান রহমান প্রমুখ। প্রসঙ্গত মোঃ সিরাজুল ইসলাম সিরাজ মইলাকান্দা ইউনিয়নের নওপাই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক। ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মইলাকান্দা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ইউপি সদস্য নির্বাচিত হন সিরাজ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.