‘ফাইজারের আরও ৭১ লাখ টিকা আসবে অক্টোবর-নভেম্বরে’
বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি অক্টোবর ও নভেম্বরের মধ্যে ফাইজারের আরও ৭১ লাখ টিকা পাবে বাংলাদেশ। শনিবার (২ অক্টোবর) রাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে যুক্ত হয়ে এ কথা জানান ভ্যাকসিন ডেপলয়মেন্ট কমিটির সদস্য ড. এ এসএম আলমগীর।
তিনি বলেন, ‘ফাইজার বাংলাদেশকে আরও ৭১ লাখ টিকা বরাদ্দ করেছে। সেটা আমরা অক্টোবর-নভেম্বরে পাবো। মডার্না আরও ১৮ লাখ টিকা বরাদ্দ করেছে। এটা সম্পূর্ণ যুক্তরাষ্ট্র সরকারের ডোনেশন, কিন্তু আসছে কোভ্যাক্সের মাধ্যমে।’
শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে এ এসএম আলমগীর বলেন, ‘১৮ বছরের ঊর্ধ্বে ৮০ ভাগ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। অনেকে দ্বিতীয় ডোজ এখনও নিতে আসেনি। ইউনিভার্সিটিগুলো খুললে ক্যাম্পেইন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। যাদের এনআইডি নেই তাদেরও জন্মনিবন্ধন সনদ বা বিশেষ তালিকা করে টিকা দেওয়ার জন্য ইউজিসি আমাদের জানিয়েছে। তাদেরও টিকা দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ১৩ কোটি ৮৬ লাখ মানুষকে টিকা দেওয়া। ডিসেম্বরের মধ্যে যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দিতে চাই, তার মধ্যে ৫০ শতাংশ মানুষের জন্য টিকা আমাদের হাতে আছে।’ অনুষ্ঠানে উপস্থাপনা করেন মিথিলা ফারজানা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার উপদেষ্টা সম্পাদক মামুন আব্দুল্লাহ ও সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ।
উল্লেখ্য, শুক্রবার (১ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম এএফপি-কে জানান, কোভিড মোকাবিলায় বাংলাদেশকে ২৫ লাখেরও বেশি টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এর সবগুলোই ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। এগুলো এ মাসের প্রথম সপ্তাহে পাবে বাংলাদেশ।