সংস্কৃতি প্রতিমন্ত্রী গৌরীপুরে বীরাঙ্গনা সখিনার সমাধীস্থল পরিদর্শন করেন
মো. হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি : বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে প্রেমের স্বাক্ষী হয়ে শোয়ে থাকা বীরাঙ্গনা সখিনার সমাধি পরিদর্শন করেছেন। মন্ত্রী শনিবার জানুয়ারীর ২২ তারিখ দুপুরে পরিদর্শন করেন।
মাওহা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আল ফারুক এর আয়োজনে উপজেলা তাতীলীগের সদস্য সচিব সাজ্জাতুল ইসলাম লিটন ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় স্থানীয় কুমড়ী বীরাঙ্গনা সখিনা সমাধীস্থল সংলগ্ন এমটিসি মডেল স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এ কে এম খালিদ বাবু এমপি বলেন বাংলাদেশের বীরের জায়গা আপনাদের কিল্লাতাজপুর। ঐতিহাসিক বীরাঙ্গনা সখিনার সমাধীস্থলকে পর্যটন কেন্দ্র স্থাপনের লক্ষে আমরা চেষ্টা করে যাব। রবিবার জানুয়ারী ২৩ তারিখ সংস্কৃতি মন্ত্রনালয়ের একটি টিম জায়গাটি পরিদর্শন করবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, মাওহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফারুক প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ( সদস্য মহিলা) আরজুনা কবির,জেলা আওয়ামীলীগের সদস্য নিলুফার আনজুম পপি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইসচেয়ারম্যান সালমা আক্তার রবি, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, বোকাইনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন, সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল সহ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্য ও জেলা উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও বীরাঙ্গনা সেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।