ফাইজারের আরও ৭৪ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

0

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে ফাইজারের আরও ৭৪ লাখ ডোজ টিকা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাইসের এক কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান। ওই কর্মকর্তা বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান ভূমিকা রাখায় প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে বাংলাদেশে ৭৪ লাখ ৩৪ হাজার ১৮০ ডোজ ফাইজারের টিকা পাঠানো হচ্ছে।

করোনাভাইরাসের প্রতিষেধক টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে এ টিকা পাঠানো হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গড়ে ওঠা এই জোটের মাধ্যমে শুরুতে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ২০ শতাংশের জন্য বিনামূল্যে টিকা সরবরাহের কথা ছিল। পরে সংস্থাটির পক্ষ থেকে তা আরও ২০ শতাংশ বাড়ানো হয়। এ হিসাবে বাংলাদেশ কোভ্যাক্স থেকে মোট ১৩ কোটি ৬০ লাখ ডোজ টিকা পাবে।

এর আগে গত ১৫ জানুয়ারি বাংলাদেশকে ৯৬ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দেওয়ার কথা জানায় দেশটির দূতাবাস। ওই টিকা নিয়ে যুক্তরাষ্ট্রের উপহারের টিকার পরিমাণ দাঁড়িয়েছিল ২ কোটি ৮০ লাখ। নতুন করে এখন আরও ৭৪ লাখ টিকা দেওয়ার কথা জানাল দেশটি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.