জানুয়ারিতে দেড় হাজার অবৈধ চুলা বিচ্ছিন্ন
বিডি২৪ভিউজ ডেস্ক : জানুয়ারি মাসে ২৫ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করে ১১ হাজার ৪৯৭টি চুলা বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধভাবে স্থাপিত গ্যাস পাইপলাইন অপসারণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ডিএমপি ও থানা পুলিশের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও পাইপ লাইন অপসারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে কোম্পানির আওতাধীন এলাকায় গত জানুয়ারি মাসে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন এলাকায় ১০৩টি স্পটে ২৮টি অভিযান চালানো হয়।
এ সময় আনুমানিক ২৫ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে। এতে ১১ হাজার ৪৯৭টি চুলা বিচ্ছিন্ন হয়েছে এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদেরকে ১১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। বকেয়া ও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ২১টি শিল্প ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করেছে সংস্থাটি।