নিষিদ্ধ জঙ্গী সংগঠন নব্য জেএমবি একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২
নিজস্ব প্রতিনিধি : সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন নব্য জেএমবি একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ । মঙ্গলবার ২২ সেপ্টেম্বর গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম (পিএসসি) এবং সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন ধোবাউড়া বাজারে একটি জঙ্গীবাদ বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন নব্য জেএমবি সদস্য কে গ্রেফতার করে র্যাব-১২। গ্রেফতারকৃত আসামী মো: আবু বক্কর সিদ্দিক(৩৩),পিতা- মো : হেকমত আলী,সাং-চন্দারচর,থানা-ধোবাউড়া,জেলা-ময়মনসিংহ। তারকাছ থেকে নিষিদ্ধ ০২টি উগ্রবাদী জিহাদী বই,০৯টি জিহাদী লিফলেট, ০১ টি মোবাইল ফোন ও ০২টি সিম উদ্ধার করা হয়। উল্লেখ্য যে মো: আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার ধোবাউড়া এলাকায় নব্য জেএমবি কাজের সাথে লিপ্ত আছে। সে নতুন সদস্য সংগ্রহ, তাদের মাঝে লিফলেট বিতরন ও নিয়মিত চাদাঁ প্রদান করে থাকে। পরবর্তীতে তার বিরুদ্ধে ময়মননসিংহ জেলার ধোবাউড়া থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২) এর (ই) (ঈ) /১০/১২/১৩ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের সন্ত্রাস ও জঙ্গী বিরোধী অভিযান সচল রেখে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।