বাংলাদেশের বিনিয়োগ চায় শ্রীলংকা

0

বিডি২৪ভিউজ ডেস্ক : পর্যটন ও কৃষি খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ টানতে আগ্রহী শ্রীলংকা। রোববার দুপুরে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে।

এফবিসিসিআই কার্যালয়ে সাক্ষাতে হাইকমিশনার বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর অবকাশসহ আকর্ষণীয় সুযোগ সুবিধা দিচ্ছে তার দেশ। শ্রীলঙ্কার বিপুল অনাবাদি কৃষিজমিতে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন বাংলাদেশি উদ্যোক্তারা। এছাড়া পর্যটন, শিপিংখাতেও উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত।

তিনি জানান, কলম্বো বন্দরে এখন ৪টি হারবার রয়েছে। আধুনিক আরও সুযোগ সুবিধা সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশের পণ্যবাহী বিদেশগামী জাহাজগুলোকে কলম্বো হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দু-দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো সহজ হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ বাণিজ্য হয়। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা করলে তা বেশি লাভজনক হয়। নাফটা, আসিয়ানের আন্তঃবাণিজ্যের প্রসঙ্গ তুলে সভাপতি বলেন, সাফটা কার্যকর হলে সার্কভুক্ত দেশগুলোর উন্নয়ন আরও ত্বরান্বিত হতো। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে গুরত্বারোপ করেন এফবিসিসিআই সভাপতি।

সভায় বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে নার্সিং প্রশিক্ষণ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্তী।সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হাবীব উলস্নাহ ডন, পরিচালক শমী কায়সার, ডক্টর নাদিয়া বিনতে আমীন ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.