সিলেট এমসি কলেজে গণধর্ষনকারীদের বিচারের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন

0

মেহেদী হাসান আকন্দ: সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধুকে গণধর্ষনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নেত্রকোণা বাজার বড় মসজিদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আজ রবিবার (২৭সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেত্রকোণা জেলা শাখার সভাপতি গাজী মোহাম্মদ আব্দুর রহিম, হাফেজ আবুল কাসেম, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মোহাম্মাদুল্লাহ নাঈম, মাওঃ মুর্শিদ আলম সিরাজী, মাওঃ মোস্তফা আহমদ জিহাদি, মুফ্তি জহিরুল ইসলাম শাহ্পুরী, মাওলানা জাকারিয়া রাহী, হাফেজ আব্দুল মোতালিব, হাফেজ রহুল আমিন, মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ মামুন, রমজান মিয়া, নও মুসলিম আনাস আহমাদ, ফাহিম রহমান খাঁন পাঠান, মাওলানা আহম্মদ চাকি, মাওলানা মুস্তফা জিহাদী, নুরে আলম চৌধুরী মুন্না।
গত শুক্রবার সিলেট এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষনের শিকার হন ওই গৃহবধু। ওই গৃহবধুকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে ধর্ষন করা হয় বলে পুলিশ জানিয়েছে। এঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে নগরীর শাহ পরান থানায় মামলা করেন। মামলার আসামীরা হলেন, এমসি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাসুম, রবিউল হাসান, তারেক আহম্মেদ ও অর্জুন। মানববন্ধনে বক্তারা গৃহবধুকে গণধর্ষনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.