মুজিব বর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী
মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, মুক্তির মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুজিববর্ষ ঘোষণা করে সরকার। মুজিববর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ পুলিশের দুটি মানবিক উদ্যোগ, প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ করে। রবিবার ১০ এপ্রিল মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সারকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স থেকে সরাসরি যুক্ত ছিলেন রাঙ্গামাটি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মীর মোদ্দাছ্ছের হোসেন। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা পুলিশের সকল ইউনিট প্রধান এবং পুলিশ সদস্যগণ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে সরাসরি যুক্ত ছিলেন। উল্লেখ্য যে, মুজিবশতবর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে রাঙ্গামাটি জেলার ১২টি থানায় হতদরিদ্র ও গৃহহীন পরিবারের জন্য ১২টি পরিবেশ বান্ধব ঘর নির্মাণ করা হয়। যা আজ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে হস্তান্তর করা হচ্ছে। এছাড়াও রাঙ্গামাটির প্রত্যেকটা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন করার মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যগণ।