আমদানির বিকল্প ফসলে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক
বিডি২৪ভিউজ ডেস্ক : আমদানির বিকল্প ফসল হিসেবে ডাল, তেলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষে ভর্তুকির আওতায় ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের কৃষি-ঋণ বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
দেশে আমদানি নির্ভর ভোগ্যপণ্যের উৎপাদন বাড়ানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও ডলারের ওপর চাপ কমাতে সরকারের সুদ-ক্ষতিপূরণ সুবিধার আওতায় ব্যাংকগুলোকে রেয়াতি সুদ হারে ঋণ বিতরণের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, কৃষিপণ্য হিসাবে মুগ, মসুর, খেসারি, ছোলা, মটর, মাসকলাই ও তেলবীজ হিসেবে সরিষা, তিল, তিসি, চীনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন এবং মসলা জাতীয় ফসল হিসেবে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ, জিরা ও শস্য হিসেবে ভুট্টা চাষে রেয়াতি সুদে ঋণ বিতরণ করতে হবে। ঋণ বিতরণের এক বছর পর প্রচলিত কৃষি ঋণের সুদহার ৮ শতাংশের স্থলে ব্যাংকগুলো ৪ শতাংশ সুদ আদায় করবে এবং বাকি ৪ শতাংশ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে নিতে পারবে বলেও সার্কুলারে বলা হয়।