সরকার প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণ্ড রাখতে আন্তরিক – পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর বলেছেন, এক সময় পার্বত্য চট্টগ্রামে কিছুই ছিলোনা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নসহ প্রতিটি সেক্টরে সরকার উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি পার্বত্য এলাকার সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানগণকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।
বুধবার (২৫মে)সকাল সাড়ে ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এতে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর-এমপি বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সতিন্দ্র নাথ রায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাস খীসা, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক তপন কুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশলী নির্বাহী কর্মকর্তা অনুপম দেসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর প্রধানগণ বক্তব্য রাখেন।