ভারত থেকে একদিনে এলো আরও ৯২১ টন গম

0

বিডি২৪ভিউজ ডেস্ক : পুরনো এলসির বিপরীতে বৃহস্পতিবার ভারত থেকে ২২ ট্রাকে করে আরও ৯২১ টন গম বাংলাদেশে এসেছে। গমের আমদানি বাড়ায় বন্দর ও সরকারের রাজস্ব আয়ও বেড়েছে। ভারতীয় সিএ্যান্ডএফ এজেন্ট অনিল ঠাকুর বলেন, ১২ মের মধ্যে হওয়া গমের এলসির যেগুলোর সুইফট কপি ওই দিনের মধ্যে ভারতে পৌঁছেছে সেগুলোর বিপরীতে গম রফতানি হচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার ১১ ট্রাকে ৪২৯ ও বৃহস্পতিবার ২২ ট্রাকে ৯২১ টন গম রফতানি করা হয়েছে। যেসব রফতানিকারক আরসি পাবে কাস্টমসে সেই কপি আসা সাপেক্ষে গম রফতানি অব্যাহত থাকবে। তবে বাকি এলসির বিপরীতে গম রফতানির বিষয়ে এখনও কোন নির্দেশনা দেয়নি কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পূর্বে ৪০/৫০ ট্রাক করে গম আমদানি হতো। কিন্তু ভারত গম রফতানি বন্ধ করে দিলে বন্দর দিয়ে কিছুদিন গম আমদানি বন্ধ ছিল। আট দিন বন্ধের পর ২৯ মে বন্দর দিয়ে আবারও ভারত থেকে গম আমদানি শুরু হলেও পরিমাণ ছিল কম। তবে সেই পরিমাণ বর্তমানে বাড়ছে। এতে বন্দর ও সরকারের আয়ও বাড়ছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.