সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী সিদ্ধান্ত তদারকিতে কমিটি

0

বিডি২৪ভিউজ ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত সরকারের বিভিন্ন সিদ্ধান্ত তদারকির জন্য বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।

সভায় বলা হয়, লোডশেডিংয়ের তথ্য এসএমএসের মাধ্যমে গ্রাহকদের অবহিত করা, রাত ৮টার পর দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণী-বিতান বন্ধের বিষয়টি মনিটরিং জোরদার, ভার্চুয়াল প্ল্যাটফর্মে সভা করা, বিদ্যুৎ সাশ্রয়ে বাতি ও এসি সর্বোচ্চ কম ব্যবহার নিশ্চিত করাসহ বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করার সুবিধার্থে সদস্যের কমিটি কাজ করবে।

পর্যালোচনা সভায় অন্যদের মধ্যে পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, আরইবির চেয়ারম্যান মোহা. সেলিম উদ্দিন, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইনসহ দপ্তর ও সংস্থার প্রধানেরা সংযুক্ত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.