ভাঙ্গুড়ায় উপজেলায় দুটি ইউপি নির্বাচনে একটিতে আওয়ামী লীগ অন্যটিতে আওয়ামী লীগ প্রার্থী কে হারিয়ে জিতল স্থানীয় সাংসদের ভাগ্নে স্বতন্ত্র প্রার্থী

0

নিজস্ব প্রতিনিধি : আজ মঙ্গলবার (২০অক্টোবর) উৎসবমুখর পরিবেশে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি ফলাফলে ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে গোলাম ফারুক টুকুন (ঘোড়া মার্কা) ৫০৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (ধানের শীষ মার্কা)পেয়েছেন ২৩৯৪ ভোট। মন্ডুতোষ ইউনিয়নে আফসার আলী মাষ্টার (নৌকা মার্কা) ২৩৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আব্দুর রশিদ(আনারস মার্কা) পেয়েছেন ২১৮২ ভোট। এ নির্বাচনে সকাল ৯টা হতে একযোগে সকল কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয় এবং বিরতিহীন ভাবে বিকাল ৫টায় শেষ হয়। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন,নির্বাচনে ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দু’জন জুডিসিয়াল ম্যিোস্ট্রটের নেতৃত্বে সারাক্ষণ আইনমৃংখলা বাহিনী তৎপর ছিলেন। এছাড়া র‌্যাব ও বিজিবি’র দল মাঠে টহলে ছিল। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,নির্বাচনে পুলিশ ও আনসার ভোট কেন্দ্রে আইন শৃংখলা বজায়সহ সুষ্ঠ ও শান্তিপূণৃ ভোট গ্রহনে সর্বদাই তৎপর ছিল। উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার রোকসানা নাসরিন বলেন, মঙ্গলবার দুটি ইউনিয়নেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
এদিকে স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের ভাগ্নে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় একটি ইউনিয়নে আওয়ামী লীগের পরাজয় হয়েছে । এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেন বিডি২৪ ভিউজ কে বলের স্বতন্ত্র প্রার্থী আমার ভাগ্নে হলেও তার সাথে আমাদের কোন সম্পর্ক নাই ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.