‘পদ্মায় ধরা এক বোয়ালে জেলের মুখে হাসি! মৎস্য ব্যবসায়ী বেশি দামে বিক্রি করে সেও খুশি’

0

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী :’পদ্মায় ধরা এক বোয়ালে জেলে শাহিন হালদারের মুখে হাসি! দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে বেশি দামে বিক্রি করে সেও খুশি।’

পদ্মায় ধরা জেলে শাহিন হালদার ১৫ কেজির এক বোয়াল মাছ বিক্রি করেছেন ৩৬ হাজার টাকায় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে। পরে চান্দু মোল্লা মাছটি ৩৭ হাজার ৫০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেন।

মঙ্গলবার (০৮ নভেম্বর) ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকায় পদ্মা নদীতে জেলে শাহিন হালদারের জালে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে।

শাহিন হালদার বলেন, সোমবার দিবাগত ভোররাতে পদ্মায় জাল ফেললে সকালের দিকে তাঁর জালে বড় একটি বোয়াল মাছ ধরা পড়ে। ওজন দিয়ে দেখেন ১৫ কেজি। মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের চাঁদনী-আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী চান্দুর মোল্লা কাছে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় বিক্রি করেন।

চান্দু মোল্লা বলেন, সকালে জেলে শাহিন হালদার মাছটি পাওয়ার পর ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরে সকাল ৯টার দিকে মাছটি ৭নম্বর ফেরিঘাটে নিয়ে এলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার টাকায় কিনে নেন। এরপর তিনি পরিচিত ব্যবসায়ীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০ টাকায় বোয়াল মাছটি বিক্রি করে দেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.