চুয়াডাঙ্গার দর্শনা স্থল বন্দর-চেকপোস্টের কার্যক্রম পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশী হাই কশিমনার
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা স্থল বন্দরের কার্যক্রম পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার মুহাম্মদ ইমরান। বুধবার বিকালে তিনি বন্দরের কার্যক্রম ও জয়নগর চেকপোস্টের শূন্য রেখা পর্যন্ত ঘুরে দেখেন। এরপর তিনি দর্শনায় বিজিবি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসন, বন্দর বাস্তবায়ন কমিটি, চেম্বার অব কমার্স ও সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। ভারতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার মুহাম্মদ ইমরান বলেন, স্থলবন্দরগুলো কি অবস্থায় আছে সেগুলো পর্যবেক্ষণ করে দেখছি। দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে ভাল সম্পর্ক রয়েছে। এখানকার ব্যবসায়ী যারা স্থল বন্দর বাস্তবায়ন করতে চায় তাদের কথা আমি শুনেছি। সমন্বিতভাবে প্রতিবেদন তৈরি করে উভয় দেশের সরকারের সাথে বসবো।