জানুয়ারিতে ৫১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি
বিডি২৪ভিউজ ডেস্ক : রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারির সর্বশেষ রপ্তানি পরিসংখ্যান প্রকাশ করেছে।২০২২-২৩ অর্থবছরের এই সময়ের মধ্যে, আমাদের সামগ্রিক পোশাক রপ্তানি ২৩.৯৮ বিলিয়ন ডলার থেকে ১৪.৩১% বৃদ্ধি পেয়ে ২৭.৪১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
নিটওয়্যার পণ্য রপ্তানি ১৪ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যখন ওভেন পণ্য রপ্তানি হয়েছে ১২ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার, উভয় ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১২ দশমিক ৭০ শতাংশ ও ১৬ দশমিক ৩০ শতাংশ। তাই, ওভেন খাতে প্রবৃদ্ধি নিটওয়্যারের তুলনায় বেশি হয়েছে।
যদি আমরা একক মাস বিবেচনা করি, ২০২৩ সালের জানুয়ারিতে আমাদের রপ্তানি আয় ছিল চার দশমিক ৪২ বিলিয়ন ডলার, ২০২২ সালের একই মাসের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে আট দশমিক ২৪ শতাংশ।
যদিও গত কয়েক মাস ধরে আমরা চার বিলিয়ন ডলারেরও বেশি রপ্তানি আয় বজায় রাখছি, এই শক্তিশালী পারফরম্যান্সের পিছনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কারণ বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি ২০২৩ সালে মন্দার ইঙ্গিত দিচ্ছে এবং বিশ্ব দুর্বল প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির একটি প্রলম্বিত সময়ের মধ্যে প্রবেশ করছে। আমাদের বেশিরভাগ কারখানায় নতুন অর্ডারও কমে গেছে। তাই ভবিষ্যতে যেকোনো ধরনের নজিরবিহীন পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।