আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া কয়েক’শ পরিবারের মাঝে দুপুরের খাবার ও কম্বল বিতরণ

দীপঙ্কর তালুকদার এমপি'র কাপ্তাই পরিদর্শন

0

মাহফুজ আলম,কাপ্তাই (রাঙামাটি) থেকে : জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ সদস্য দীপঙ্কর তালুকদার- এমপি।

১০ আগস্ট দুপুরে রাঙ্গামাটি হতে সড়কপথে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউপি এলাকাধীন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বেলা পোনে ১২ টার সময় আগমন করলে এসময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই ব্যবস্থাপক এটিএম আব্দুরজ্জাহেরসহ উপস্থিত সকলের ফুলেল শুভেচ্ছা জানান,দীপঙ্কর তালুকদার এমপি কে।

এমপি দীপঙ্কর তালুকদার বিদ্যুৎ কেন্দ্রে আসার পর গত কয়েক দিনের প্রবল বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা কাপ্তাই হ্রদে কচুরিপানার বিশাল জট বাধার দৃশ্য পিডিব’র স্পীলওয়ে থেকে দাঁড়িয়ে কাপ্তাই হ্রদে কচুরিপানার কারনে হ্রদ পথে যান চলাচল অবরুদ্ধ হওয়ার চলমান সমস্যা পর্যবেক্ষণ করেন।

পরে দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কক্ষে কচুরিপানা নিরসন কল্পে এক বৈঠকের আলোচনা করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই ব্যবস্থাপক আব্দুরজ্জাহের সাথে এসময় ৫৬ ইবি, কাপ্তাই জোন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নূর উল্লাহ জুয়েল-পিএসসি, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, বিজিবি প্রতিনিধি, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আখতার হোসেন মিলন,ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগা সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এমপি দীপঙ্কর তালুকদার দুপুর দেড়টা থেকে কাপ্তাই উচ্চ বিদ্যালয়,চন্দ্রঘোনা ইউনিয়ন ও ওয়াগ্গা ইউনিয়ন এলাকাসহ তিনটি আশ্রয় কেন্দ্রে অতিবর্ষনে কারনে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে দুপুরের খাবার ও কম্বল বিতরণ করেন। বিতরণ শেষে দুপুর আড়াইটার সময় এমপি দীপঙ্কর তালুকদার রাঙ্গামাটির উদ্দেশ্যে বিকাল ৩ টায় কাপ্তাই উপজেলা ত্যাগ করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.