সংসদ সদস্যদের সাথে জাতীয় পরামর্শ সভা

0

নিজস্ব প্রতিনিধি : ইউএন ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি, ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম, গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট এবং সামিট অফ দ্য ফিউচার ২০২৪: সবার জন্য একটি উন্মুক্ত, অবাধ এবং নিরাপদ ডিজিটাল ভবিষ্যত

ইন্টারনেট গভর্ন্যান্স, ডিজিটাল ইকোনমি অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট (বিপিসিআইডিএম), বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ) এবং এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর যৌথ উদ্যোগে এবং ইউএনডিপি বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহায়তায় ২৫ সেপ্টম্বর ২০২৩, জাতীয় সংসদের কেবিনেট কক্ষে গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট অ্যান্ড সামিট অফ দ্য ফিউচার ২০২৪-এ শীর্ষক এক জাতীয় পরামর্শ সভার আয়োজন করে।

বাংলাদেশ এই গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট অ্যান্ড সামিট অফ দ্য ফিউচার ২০২৪ সম্মেলন নিয়ে জাতিসংঘের সাথে কাজ করতে আগ্রহী। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ” আমরা আশা করি যে, এই গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্টে ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ও উৎপাদনশীল ব্যবহারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য স্পষ্ট নির্দেশনা থাকবে।” তিনি আরো উল্লেখ করেন “আমরা সর্বোতভাবে জাতিসংঘের মহাসচিবের উদ্যোগ সামিট অব দ্য ফিউচার ২০২৪ সমর্থন করি। আমরা আশা করি সামিট অব দ্য ফিউচার বিষয়ক প্রক্রিয়া ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সহায়তা করবে” ।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। জনাব স্টেফান লিলার, ইউএনডিপি- বাংলাদেশের আবাসিক প্রতিনিধি এবং জনাব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জনাব হাসানুল হক ইনু, এমপি. চেয়ারম্যান, বাংলাদেশ পার্লামেন্টারিয়ানস ককাস অন ইন্টারনেট গভর্ন্যান্স, ডিজিটাল ইকোনমি অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট (বিপিসিআইডিএম), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চেয়ারপারসন, বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম সভায় সভাপতিত্ব করেন।

এই আলোচনা সভায় জনাব ৩২ জন সংসদ সদস্য উপস্থিত থেকে এই গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট অ্যান্ড সামিট অফ দ্য ফিউচার ২০২৪-এর এই প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। উপস্থিত সংসদ সদস্যবৃন্দ হলেন, অসীম কুমার উকিল, এমপি, খ. মমতা হেনা লাভলী, এমপি, জাকিয়া পারভীন খানম, এমপি, অপরাজিতা হক, এমপি, শিরীন আখতার, এমপি, লুৎফুন নেসা খান, এমপি, র. আ. এ. উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি, বাসন্তী চাকমা, এমপি, এম এ মতিন, এমপি, আয়েশা ফেরদাউস, এমপি, জনাব ফখরুল ইমাম, এমপি, এ, কে, এম রেজাউল করিম তানসেন, এমপি, এ্যাড. খোদেজা নাসরিন আখতার হোসেন, এমপি, আহসানুল ইসলাম টিটু, এমপি, আরমা দত্ত, এমপি, মো. মোনোয়ার হোসেন চৌধুরী, এমপি, মো. সাদেক খান, এমপি, গোলাম কিবরিয়া টিপু, বেগম আফরোজা হক, এমপি, আদিবা আনজুম মিতা, এমপি, নাহিম রাজ্জাক, এমপি, মুহাম্মদ শফিকুর রহমান, এমপি, প্রফেসর ড. মোহাম্মদ আলী আরাফাত, এমপি, পঙ্কজ নাথ, এমপি, রওশন আরা মান্নান, এমপি, মনিরা সুলতানা, এমপি, শিরীন আহমেদ, এমপি, সাইমুম সরওয়ার কমল, এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম, এমপি, মোঃ নুরুল আমিন, এমপি।

হাসানুল হক ইনু, এমপি সম্মানিত সকল অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং বাংলাদেশের ইন্টারনেট গভর্ন্যান্স ইকোসিস্টেমের সাথে সামঞ্জস্য রেখে গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট এবং সামিট অফ দ্য ফিউচার ২০২৪-এর প্রক্রিয়ায় এমপিদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
বিআইজিএফ-এর মহাসচিব মোহাম্মদ আবদুল হক অনু, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্সফারাম (বিআইজিএফ) এবং ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাকশন লাইন সম্পর্কে উপস্থাপনা উপস্থাপন করেন।

এএইচএম বজলুর রহমান, নির্বাহী সমন্বয়কারী, গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট অ্যান্ড সামিট অফ দ্য ফিউচার ২০২৪-এর জন্য বাংলাদেশ ইনিশিয়েটিভ ফর কানেক্টিং, এমপাওয়ারিং অ্যান্ড এমপ্লিফায়িং ইউনিফাইড ভয়েসেস-এর বৈশ্বিক এবং দেশের প্রস্তুতিমূলক প্রক্রিয়া সম্পর্কে সভাকে অবগত করেন।

মাল্টি-স্টেকহোল্ডারদের পক্ষ থেকে শ্যামসুন্দর শিকদার, চেয়ারম্যান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি); নিরাপদ সড়ক চাই এর সভাপতি ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন; অভিনেতা ফেরদৌস আহমেদ; রাখাইন সম্প্রদায়ের সদস্য ন ন খাইন; ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সচিব, আব্দুল ওয়াহেদ তমাল, মো. এমদাদুল হক, সভাপতি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোঃ শাহিনূর মিঞা, প্রধান তথ্য কর্মকর্তা, পিআইডি, মরিয়ম-উল-মুতাহারা, সমন্বয়কারী, নলেজ ম্যানেজমেন্ট, মানুষের জন্য ফাউন্ডেশন; মোহাম্মদ সালাহউদ্দিন, উপ-সচিব, অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই), লেফটেন্যান্ট কর্নেল এসএম রেজাউর রহমান, পরিচালক, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, জনাব কাওসার আলম কনক, প্রোগ্রাম ডিরেক্টর, এডাব, এস এম মোরশেদ, সিসি ও এইচএম বিশেষজ্ঞ, আইওএম, অধ্যাপক শাহ আলম চৌধুরী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড. মোঃ রাকিবুল হক, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; শেখ মোঃ মনিরুজ্জামান, মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়, মোহাম্মদ গোলাম সারওয়ার কাইনাত, অতিরিক্ত সচিব, পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন বিভাগ। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনিরুজ্জামান, মহাপরিচালক (স্পেকট্রাম), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক সুমন কুমার পাটোয়ারী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি সিকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্টেফান লিলার, বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ইউএনডিপি বলেন, গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট এবং সামিট অফ দ্য ফিউচার ২০২৪- টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে আমাদের যাত্রাকে ত্বরান্বিত করবে। সবার জন্য মুক্ত, অবাধ এবং নিরাপদ ডিজিটাল ভবিষ্যত নিশ্চিত করতে হবে। তিনি মাল্টি-স্টেকহোল্ডারদের নিয়ে গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট অ্যান্ড সামিট অফ দ্য ফিউচার ২০২৪-এর বাংলাদেশ ইনিশিয়েটিভ ফর কানেক্টিং, এমপাওয়ারিং অ্যান্ড এমপ্লিফায়িং ইউনিফাইড ভয়েসে-এর এই আন্তরিক প্রচেষ্টার জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
কে এম আব্দুস সালাম বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব অতিথির বক্তব্যে বলেন, মাননীয় স্পিকারের নেতৃত্বে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ডিজিটাল সংসদ প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা একটি ই-পার্লামেন্ট প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। আমাদের লক্ষ্য পূরণের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তিনি আশ্বস্ত করেন যে বাংলাদেশ সংসদ গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট এবং ভবিষ্যতের শীর্ষ সম্মেলন ২০২৪-এর সকল প্রস্তুতিমূলক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট অ্যান্ড সামিট অব দ্য ফিউচার-২০২৪-এর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারি। সেক্ষেত্রে, বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম এবং বাংলাদেশের সংসদীয় ককাসকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের আর্থ-সামাজিক সমস্যাগুলি প্রতিফলিত হয় সেরকম একটি পূর্ণাঙ্গ রূপরেখা এবং একটি অবস্থান পত্র তৈরি করার জন্য আহবান জানান”। অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Bangladesh National Consultation with the Members of Parliament (MPs) on
WSIS, Internet Governance Forum, Global Digital Compact Summit of the Future 2024

Bangladesh Initiative for Connecting, Empowering & Amplifying Unified Voices on Global Digital Compact & Summit of the Future 2024 under the auspices of the Bangladesh Parliamentarians Caucus on Internet Governance, Digital Economy & Media Development (BPCIDM), Bangladesh Internet Governance Forum (BIGF) & Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) organized a National Consultation with Members of Parliament (MPs) on WSIS, Internet Governance Forum, Global Digital Compact & Summit of the Future 2024 on 25th September 2023 at Cabinet Room of Bangladesh Parliament, Dhaka, Bangladesh with the support of UNDP Bangladesh and Manusher Jonno Foundation (MJF).
Bangladesh is keen on the UN’s work on developing a Global Digital Compact and Summit of the Future 2024. Hon’ble Prime Minister of Bangladesh Reiterated Bangladesh’s Commitment to the Global Digital Compact and Submit of the Future 2024. “We hope that this Global Digital Compact will have clear guidelines for the international community on responsible and productive use of digital and frontier technologies.”

“We deeply appreciate the UN Secretary-General’s initiative to convene the Summit of the Future” 2024. We hope this process will complement our efforts to attain the 2030 Agenda.” H.E. Sheikh Hasina, Hon’ble Prime Minister, Government of the People’s Republic of Bangladesh H.E. Dr. Shirin Sharmin Chaudhury, MP Hon’ble Speaker of Bangladesh Parliament was present as the Chief Guest. Mr. Stefan Liller, Resident Representative of the UNDP- Bangladesh, and Mr. K.M. Abdus Salam, Senior Secretary of the Bangladesh Parliament Secretariat were present as the Guests of Honor.

Hasanul Haq Inu, M.P. Chairman of the Parliamentary Standing Committee on Ministry of Information & Broadcasting, Chairperson, of Bangladesh Internet Governance Forum and Chairman of the Bangladesh Parliamentarians Caucus on Internet Governance, Digital Economy & Media Development (BPCIDM) presided over the consultation.

The following 32 honorable members of the parliament (MPs) were present and spoke about Bangladesh’s Preparatory interventions on the Global Digital Compact and Submit of the Future 2024. Ashim Kumar Ukil, MP, Kh. Momota Hena Lovely, MP, Zakia Parvin Khanam, MP, Aprajita Haque, MP, Shirin Akhter, MP, Lutfun Nessa Khan, MP, R. A. M. Obaidul Muktadir Chowdhury, MP, Basanti Chakma, MP, M A Matin, MP, Ayesha Ferdaus, MP, Ad. Khodeza Nasreen Akhter Hossain, MP, Ahsanual Islam Titu, MP, Fakhrul Imam, MP, A. K. M. Rezaul Karim Tansen, MP, Aroma Dutta, MP, Md. Monowar Hossain Chowdhury, MP, Md. Sadek Khan, MP, Md. Golam Kibria, MP, Afroza Haq, MP, Adiba Anjum Mita, MP, Nahim Razzaq, MP, Md. Shafiqur Rahman, MP, Prof. Dr. Mohammad Ali Arafat, MP, Pankaj Nath, MP, Rowshan Ara Mannan, MP, Monira Sultana, MP, Sherin Ahmed, MP, Shaimum Sarwar Kamal, MP, Umme Fatema Nazma Begum, MP, Md. Nurul Amin, MP.

Bangladesh Initiative for Connecting, Empowering & Amplifying Unified Voices on Global Digital Compact & Summit of the Future 2024 under the auspices of the BPCIDM, BIGF & BNNRC have been trying to engage all multi-stakeholder in this process, like as the Parliamentarians, Government, UN system, Private sector, Technical Communities, Civil Society Organizations (CSOs), Academia, and Youth communities in this process.

Bangladesh Initiative officially endorsed by the Ministries and Commission of the Government of the People’s Republic of Bangladesh as the Ministry of Foreign Affairs, ICT Division, Posts and Telecommunications Division, Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) & Aspire to Innovate (a2i) Program.

Hasanul Haq Inu, MP welcomed the distinguished participants and highlighted the importance of the engagement of the MPs in the process of Global Digital Compact and Summit for the Future 2024 in line with the Internet Governance Ecosystem in Bangladesh.

Mohammad Abdul Haque Anu, Secretary General of the BIGF, presented the presentation about the Bangladesh Internet Governance Forum (BIGF) and the World Summit on the Information Society action line AHM Bazlur Rahman, Executive Coordinator of Bangladesh Initiative for Connecting, Empowering & Amplifying Unified Voices on Global Digital Compact & Summit of the Future 2024 presented about global and country preparatory processes of Global Digital Compact and Summit of the Future 2024.

From the multi-stakeholders side Shyamsunder Shikder, Chairman of Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) Chairman, Actor and Nirapad Sarak Chai, Chairman, Ilias Kanchan, Actor Ferdous Ahmed, Rakhine Community member Nyo Nyo Khaine, e-CAB Secretary, Abdul Wahed Tamal, Emdadul Haque, Internet Service Providers Association of Bangladesh (ISPAB) Md. Faruque Ahmed, Additional Secretary, Ministry of Information and Broadcasting, Md. Shahinoor Miah, Principal Information Officer, PID, Marium-ul-Mutahara, Coordinator, Knowledge Management, Manusher Jonno Foundation, Mohammad Salahuddin, Deputy Secretary, Aspire to Innovate (a2i), Lt. Col. SM Rezaur Rahman, Director, Bangladesh Telecommunication Regulatory Commission, Kawsar Alam Kanak, Program Director, Association of Development Agencies in Bangladesh (ADAB), S.M. Morshed, CC & HM Expert, IOM, Professor Shah Alam Chowdhury, Professor, Dhaka International University, Dr. Md. Rakibul Hoque Professor, University of Dhaka, SK. Md. Moniruzzaman, Director General, NGO Affairs Bureau, Prime Minister’s Office, Mohammad Golam Sarwar Kainat, Additional Secretary, PTD.

Brig. Gen. Md. Moniruzzaman, Director General (Spectrum), Bangladesh Telecommunication Regulatory Commission, Muhammad Abdul Wahed Tomal, General Secretary, e-Commerce Association of Bangladesh. (e-CAB), Suman Kumar Patwari, Director, of Bangladesh Computer Council, and Dr. Tarun Kanti Sikder, Additional Secretary of the Information and Communication Technology Division were present at the program Stefan Liller, Resident Representative, UNDP Bangladesh, said, “I am delighted to be part of this national consultation to discuss Global Digital Compact initiatives ahead of the Summit of the Future-2024 to accelerate our journey towards the Sustainable Development Goals Open, Free, and Secure Digital Future for all. He lauded organizers for undertaking this exclusive effort on Bangladesh Initiative for Connecting, Empowering & Amplifying Unified Voices on Global Digital Compact & Summit of the Future 2024 with the multi-stakeholders.

K M Abdus Salam, Senior Secretary of Bangladesh Parliament Secretariat said in the speech of the guest, of honor, Digital Parliament has been established to implement the purpose of digital and smart Bangladesh under the leadership of the Honorable Speaker. We are working towards the establishment of an e-parliament. We have to meet the challenges of the digital platform to meet our goals. He assured Bangladesh Parliament will provide all necessary support to the preparatory process of the GDC and Summit of the Future 2024.

In the speech of the Chief Guest, the Speaker of Bangladesh Parliament Dr. Shirin Sharmin Chowdhury said “We can engage with the process of the Global Digital Compact and Summit of the Future-2024. In that case, the Internet Governance Forum and the Parliamentarian Caucus from Bangladesh can be given a full outline and a position paper in the context of Bangladesh where the socio-economic issues of our country are reflected”. Chair of the program Hasanul Haque Inu gave the closing speech and brought the program to an end.

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.