১৮ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম-২য় দিন

18th BIGF 2023-Day-2

0

নিজস্ব প্রতিনিধি : ইন্টারনেট ব্যবহারে নারীদের প্রযুক্তিগত জ্ঞান জরুরি । দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও তথ্যপ্রযুক্তির ব্যবহার খুবেই সীমিত। বিশেষজ্ঞরা বলছেন, চতুর্থ শিল্পবের মহাসড়কে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তথ্যপ্রযুক্তির সবোর্চ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নারীদের অংশগ্রহণ, সমৃদ্ধ প্রযুক্তি গত জ্ঞান, নিরাপত্তা নিশ্চিত হবে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিআরটিসি) ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ) এর যৌথ উদ্যোগে বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম ২০২৩ এর তৃতীয় বাষির্কীর আলোচনায় সেমিনারের বক্তরা এসব কথা বলেন।

ইন্টারনেটের কার্যকর ব্যবহার ও ইন্টারনেট ব্যবহারে জ্ঞান বাড়াতে প্রান্তিক নারীদের অন্তর্ভুক্ত করার আহবান জানান পিআইড’র ডেপুটি ইনফরমেশন অফিসার নাসরিন জাহান লিপি। তিনি বলেন, তথ্য মানে শক্তি। নারীরা যদি ফেসবুক ইউটিউব ব্যবহার করতে পারে তবে ইন্টারনেটের পজেটিভ ব্যবহার কেন নয়?
প্রধান অতিথির বক্তব্যে ডাক টেলিযোগাযোগ এন্ড আইসিটি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অপরাজিতা হক, এমপি বলেন, ইন্টারনেট ব্যবহারে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে এসব কার্যকর যথেষ্ট নয়। বিদেশি ডেটাস্টোর এর ওপর নির্ভরতা কমাতে দেশীয়ভাবে তথ্যের সংরক্ষণে সরকার উদ্যোগ নিয়েছেন।

তিনি আরো বলেন, ক’দিন পরে যন্ত্রনির্ভর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করবে সবকিছু এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ইন্টারনেট জগতের বিশাল প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে নানান চ্যালেঞ্জ রয়েছে সেগুলি মাথায় রেখেই এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, বিশাল প্রযুক্তিজগতে প্রবেশের ক্ষেত্রে আমাদের নানা বাধা রয়েছে। এর জন্য শক্তিশালী সাইবার সুরক্ষা গুচ্ছ থাকতে হবে তবে সাইবার ব্যবহারে মানুষদের উদ্দীপ্ত করে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে ইতিবাচক অর্জন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

বিটিআরসি’র সিস্টেম এন্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খলিল উর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারে ডিজিটাল সাক্ষরতা খুবই জরুরি। দেশে ইন্টারনেট কানেক্টিভিটি আছে কিন্তু ব্যবহার জ্ঞান না জানায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়বে না।

তথ্য প্রযুক্তির সাথে নারীদের সম্পৃক্ততা বাড়িনোর তাগিদ দিয়ে সেমিনারে লিখিত বক্তব্যে নূর ই নুসরাত বলেন, তথ্য প্রযুক্তির নির্ভর কর্মসংস্থান ও নতুন নতুন তথ্য ধারণা দেওয়া গেলে সমৃদ্ধ প্রযুক্তিগত জ্ঞান নির্ভর নারী সমাজ তৈরীতে সহায়ক হবে।
অস্ট্রেলিয়া থেকে অনলাইনে সেমিনারে যুক্ত হন কমিউনিকেশন এন্ড অনলাইন কমিউনিটি এপিনিকের ম্যানেজার সিয়েরা পেরি। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে আরো দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ফেলোশিপের মাধ্যমে দক্ষ হবার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ধারায় ওই সব ফেলোশিপ পাবার সুযোগ রয়েছে।

অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের চেয়ারপার্সন শামীমা আক্তার। বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের ভাইস-চেয়ারপার্সন মিসেস জান্নাতুল বাকেয়া কেকা অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের নারীরা প্রমাণ করেছেন তারা সমস্ত দায়িত্ব নিতে পারেন এবং সমস্ত উন্নয়ন উদ্যোগে অবদান রাখতে পারেন। তাশমী চৌধুরী, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম সভা পরিচালনা করেন।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নূর-ই-নুসরাত জেরিন তার মূল বক্তব্য উপস্থাপনে উল্লেখ করেন যে নারীরা পুরুষদের থেকে পিছিয়ে নেই। নারীরা এখন সব পেশায় নিয়োজিত। ইন্টারনেট শাসনে নারীদের অংশগ্রহণ নারী উন্নয়ন ও ক্ষমতায়নের একটি বড় উদাহরণ। গ্রামীণ নারীদের ইন্টারনেট ব্যবহার করতে হবে এবং এর ব্যবহার শিখতে হবে।
জনাব সাইফ রহমান, চিফ অপারেশন অফিসার, জেননেক্সট টেকনোলজিস লিমিটেড, উল্লেখ করেন বাংলাদেশ ডিজিটাল এবং ইন্টারনেট খাতে অসাধারণ অগ্রগতি করেছে। অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করে। তিনি বলেন, সরকার কারিকুলাম তৈরি করছে, গবেষণা অনুদান দেবে এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। বাংলাদেশ মেঘনা ক্লাউড নামে নিজস্ব ক্লাউড তৈরি করছে বলেও তিনি উল্লেখ করেন।

শারমিন ইসরাইল তানিয়া, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম গত ৩ বছরের এর অগ্রগতি উপস্থাপন করেন।

জাকিয়া আক্তার, ম্যানেজার এবং টিম লিড কাস্টমার সাপোর্ট, টেকনোলজি, ব্র্যাকনেট বলেন, আমরা সব ধরনের মানুষকে ইন্টারনেট সেবা দিয়ে থাকি। আমরা কর্পোরেট সেক্টরে কোন সমস্যায় পড়ছি না, তবে সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহারে মনোযোগী না হওয়ায় সাধারণ মানুষের জন্য আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই।

বাংলাদেশের সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট সোহানা তাহমিনা তার বক্তব্যে বলেন, আমাদের তৃণমূল নারীদের ক্ষমতায়ন করতে হবে এবং তাদের ইন্টারনেট ব্যবহার করতে হবে। নারীরা সুযোগ পেলে সব কিছু করতে পারে। আমাদের উচিত তাদের জন্য সুযোগ তৈরি করা।

সভার সভাপতি শামীমা আক্তার, চেয়ারপারসন, বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম সকল অতিথি ও বক্তাদের তাদের মূল্যবান বক্তব্য ও পরামর্শের জন্য এবং সেশনে উপস্থিত থাকার জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

গ্রামীণ বাংলাদেশে ইন্টারনেটের অর্থপূর্ণ সংযোগ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর কমিশনার ইঞ্জি. শেখ রিয়াজ আহমেদ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মডারেটর হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোঃ মিজানুর রহমান।

জনাব খান মোহাম্মদ কায়সার, ডিজিএম, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং জনাব আজহার এইচ চৌধুরী, চিফ অপারেটিং অফিসার, এডিএন টেলিকম লিমিটেড প্যানেল স্পিকার হিসেবে সেশনে বক্তৃতা করেন।
জনাব আজহার এইচ. চৌধুরী বলেন, গত ১০ বছরে বাংলাদেশ ইন্টারনেট খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ৪জি চালু করার পর আমরা অনেক এগিয়েছি। আমাদের গ্রামীণ যোগাযোগের উন্নতি ও সম্প্রসারণ করতে হবে। এখন ৪জির সুবিধা সব এলাকায় সমানভাবে প্রয়োজন।

খান মোহাম্মদ কায়সার, ডিজিএম, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বলেন, ইন্টারনেটের খরচ শহরাঞ্চলের চেয়ে গ্রামীণ এলাকায় বেশি। বিটিআরসির নেতৃত্বে একটি কমিশন এ বিষয়টি খতিয়ে দেখা দরকার।

বিশেষ অতিথি ব্রিগেডিয়ার মো. জেনারেল মোঃ এহসানুল কবির, মহাপরিচালক, প্রকৌশল ও অপারেশন বিভাগ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বলেন ৪জি বাংলাদেশের ভৌগোলিক এলাকার ৯৬% কভার করেছে। ৩জি আর বের হবে না। এখন ৪জি আরও উন্নত হবে। বিটিআরসি সারা দেশে স্থিতিশীল ইন্টারনেট নিশ্চিত করতে আরও প্রচেষ্টা নিচ্ছে। এক দেশ এক রেট এর উদ্যোগ আরও পর্যালোচনা করা হবে।

18th BIGF 2023-Day-2

Women’s technical knowledge is essential in using the Internet

The Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) and Bangladesh Internet Governance Forum (BIGF) jointly organized a 3-day-long 18th Bangladesh Governance Forum 2023 started at BTRC conference Hall, Dhaka with 8 sessions around 200 participants from different stakeholders took part in the program with the support of UN-IGF, The Asia Foundation, Internet Society Foundation, and Google.

Women’s technical knowledge is essential in using the Internet

Despite the increase in the number of internet users in the country, the use of information technology is very limited. Experts say that it is necessary to ensure maximum use of information technology if Bangladesh is to move forward on the fourth industrial highway. At the same time, the participation of women, knowledge of rich technology, and security will be ensured. The speakers of the seminar said these things in the discussion of the third annual Bangladesh Women Internet Governance Forum 2023, a joint initiative of the Bangladesh Telecommunication Regulatory Commission (BRTC) and Bangladesh Internet Governance Forum (BIGF) at Agargaon in the capital.

Nasreen Jahan Lipi, Deputy Information Officer of the Press Information Department (PID) called for the effective use of the Internet and the inclusion of marginalized women to increase knowledge in Internet use. Shee said, information means power. If women can use Facebook and YouTube, why not positive use of the Internet?

In the speech of the chief guest, Aparajita Haque, MP, and member of the Parliamentary Committee on Postal Telecommunication and ICT, said that the government has taken various steps to ensure the safety of women using the Internet. But these are not effective enough. The government has taken initiatives to store information domestically to reduce dependence on foreign data stores. Aparajita Haque said we need to prepare for machine-driven AI or artificial intelligence to control after a few days. We have to prepare from now on keeping in mind that there are various challenges in entering the major platforms of the internet world. She said we have various obstacles in entering the vast technological world. For this, there should be a strong cyber security group, but she also expressed hope that positive achievements will be possible in the best use of information technology by encouraging people to use cyber.

Brigadier General Khalil Ur Rahman, Director General of System and Service Department of BTRC, said that digital literacy is very important in the development of information technology. There is Internet connectivity in the country, but without knowledge of usage, the use of information technology will not increase. Noor e Nusrat said in a written speech at the seminar urging to increase the involvement of women with information technology, if information technology-dependent employment and new information ideas are given, it will be helpful to create a rich technical knowledge-dependent women’s society.

Sierra Perry, Manager of Communication and Online Community APNIC joined the online seminar from Australia. She said, there is an opportunity to be skilled through various fellowships to increase more skills in information technology. In this case, there is an opportunity to get those fellowships in different streams.

Bangladesh Women Internet Governance Forum chairperson Shamima Akhtar presided over the session. Bangladesh Women Internet Governance Forum Vice-Chairperson Ms. Jannatul Bakeya Keka welcomed the participants. She said that the women of Bangladesh have proved that they can take all responsibilities and contribute to all development initiatives.

Tashmi Chowdhury, Joint Editor, of Bangladesh Women’s Internet Governance Forum moderated the meeting. Noor-e-Nusrat Zereen, Assistant Professor of the English Department at Stamford University Bangladesh, in her keynote presentation, pointed out that women are not behind men. Women are now engaged in all professions. Women’s participation in internet governance is a great example of women’s development and empowerment. Rural women need to access the internet and learn how to use it. Mr. Saif Rahman, Chief Operations Officer, Gennext Technologies Limited, noted that Bangladesh has made tremendous progress in the digital and internet sectors. Many countries follow Bangladesh. He said the government is developing a curriculum, providing research grants and working to ensure cyber security. He also mentioned that Bangladesh is creating its own cloud called Meghna Cloud.

Sharmin Israil Tanya, Joint Editor, of Bangladesh Women Internet Governance Forum presented its progress in the last 3 years. Zakia Akhtar, Manager and Team Lead of Customer Support, Technology, Bracknet said, “We provide Internet services to all types of people. We are not facing any problems in the corporate sector, but we face a lot of challenges for the common people as the common people are not focused on using the internet.

Bangladesh Supreme Court advocate Sohana Tahmina said in her speech, that we need to empower grassroots women and make them use the internet. Women can do anything given the chance. We should create opportunities for them. Chairperson of the meeting Shamima Akhtar, Chairperson, of Bangladesh Women Internet Governance Forum thanked all the guests and speakers for their valuable remarks and suggestions and for taking the time to attend the session.

Meaningful Internet connectivity in rural Bangladesh

Eng. Sheikh Riaz Ahmed Commissioner, BTRC attended the session as the chief guest and the session was moderated by Md. Mizanur Rahman, Joint Secretary of the Ministry of Cultural Affairs of Bangladesh. Mr. Khan Mohammad Kaiser, DGM, Bangladesh Telecommunications Company Limited (BTCL) and Mr. Azhar H Chowdhury, Chief Operating Officer, ADN Telecom Limited addressed the session as panel speakers.

Mr. Azhar H. Chowdhury said that Bangladesh has made significant progress in the Internet sector in the last 10 years. We have come a long way since the launch of 4G. We need to improve and expand rural connectivity. Now 4G facilities are required equally in all areas. He said the cost of the Internet is higher in rural areas than in urban areas. A commission headed by BTRC needs to look into the matter.

Special guest Brig. General Md Ehsanul Kabir, Director General, Engineering and Operations Department, Bangladesh Telecommunication Regulatory Commission said 4G has covered 96% of the geographical area of Bangladesh. 3G will not come out anymore. Now 4G will be more advanced. BTRC is making more efforts to ensure stable internet across the country. The One Country One Rate initiative will be further reviewed.

Chief Guest Engr. BTRC Commissioner Sheikh Riaz Ahmed mentioned in his speech that BTRC is using Bangabandhu satellite or internet service. He said we reduced 300 packages to 40 packages. Now the service is easy to use. He said we are moving from 4G to 5G. Now smartphones are being produced in our country which fulfill more than 60% of demand. Now anyone from a rural area can use the internet for many essential services like passport, admission, money transfer etc. The sustainability and development of the Internet require the collective efforts of all.

Accountability of social media platforms

Professor of Mass Communication and Journalism Department of Dhaka University Dr. SM Shamim Reza presided over the session. Md. Minhaj Uddin, Assistant Professor, Department of Mass Communication and Journalism, Jagannath University participated in the main discussion. He said we are now living in two worlds, one real world and another virtual world.

Bangladesh has 12.61 crore internet subscribers and 11.40 crore mobile phone internet users. 60 million people use Facebook. He noted that fake news spreads six times faster than true news. We need to know how to fight fake news.

Mr. AHM Bazlur Rahman, Chief Executive Officer of Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) presented his speech on the Governance of Digital Platform. He said that governance is very important in the global context. We cannot control social platforms without the support of all world leaders. We must have our own safety and security strategy. He suggests that BTRC can take the initiative to make our internet users safer.

Brigadier General Mohammad Khalil-ur-Rehman, NDC, Director General, Systems and Services Division, BTRC, said we are trying to provide internet and a stable service for all.

Chief guest Dr. Musfiq Mannan Chowdhury, FIDM, FCIM, Commissioner, BTRC said that the use of technology is very important. Must know how to use technology. There has been a lot of research on social media over the years. He said that the use of social media in marketing is a very popular type of media. It’s marketing for business. Social media gives us freedom and influences us in many ways. We must learn how to use it to our advantage.

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.