তামাক নিয়ন্ত্রণে মানিকগঞ্জ পৌর মেয়রের গণবিজ্ঞপ্তি

0

তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর: করোনা ভাইরাসের সংক্রামন বেড়ে যাচ্ছে, থুতু ও কাশির মাধ্যমে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই জনস্বাস্থ্য রক্ষায় যত্রতত্র থুতু, পানের পিক ফেলা বন্ধেও মানিকগঞ্জ পৌরসভার পাবলিক প্লেস ও পরিবহনে বিড়ি, সিগারেট, পান, জর্দাসেবন ও থুতু ফেলা নিষিদ্ধ ঘোষনা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখছেন মানিকগঞ্জ পৌরসভা। তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগের পরেও পাবলিক প্লেসে ধূমপান হচ্ছে। এইড ফাউন্ডেশনের ‘তামাক নিয়ন্ত্রণ প্রকল্প’ এর প্রচেষ্টায় বৃহস্পতিবার দুপুরে জনস্বাস্থ্য রক্ষায় মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব গাজী কামরুল হুদা সেলিম কর্তৃক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পৌরসভার পাবলিক প্লেস ও পরিবহনে বিড়ি, সিগারেট, পান, জর্দাসেবন ও থুতু ফেলা নিষিদ্ধ হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.