গোলাপ ফোটা দিন – কমরুদ্দিন আহমদ

0

গোলাপ ফোটা দিন
কমরুদ্দিন আহমদ

একজোড়া গোলাপ ফোটা দিন আজ
স্বপ্ন-সারথির অব্যর্থ অভিযানে আমরা যোগীদল
পদ্মাবতী নয়, স্তব্ধ করবো আধুনিক
মায়াবাজ আর মায়াবতীর একাকিত্ব জীবনের গতি।

মানব জন্মের পূর্ণতাকামী অমৃতের বড়ি
টাকার সাদা পিঠের মধ্যে আঁকবো অন্যপিঠ
জীবনের অপূর্ণতাকে জীবনের হাটে করতে সচল ;
তাই গাঁদা, ডালিয়া, রজনীগন্ধার
আশ্রয়ে রফরফ উপনিত আরফাত ময়দানে
আদম-ইভের মিলনমেলায়।

দ্যাখো, নবীন-প্রবীণ, কবি, সাহিত্যিক,গল্পকার, ছড়াকার, সুকুমার লেখিয়ে
এবং নর-নারীর জীবনের মৌলসত্য অনুসন্ধানী দল
একত্রিত আজ অভিবাদন জানাবে বলে
সুজনের ভোজন আড্ডা যেখানে
আরফাত প্রান্তরে পৃথিবীর প্রথম
যুবতীর মতো আর এক বনহংস-বনহংসির বরণ
পাখনা পালক একাকার।

হ্যান্ডসাম একটি উইকেটের পতন উৎসব
বড্ড উপভোগের, শিশির ভেজা ভোরে একজোড়া
গোলাপের বিশুদ্ধ সৌরভ সবসময় কাম্য ছিল
আলমে আরোয়াহ’র কসম!

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.