রোহিঙ্গাদের জন্য আরও ৮ কোটি ৭০ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

0

বিডি২৪ভিউজ ডেস্ক : কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএআইডি আরও ৮ কোটি ৭০ লাখ ডলার মানবিক সহায়তা দিয়েছে। গতকাল বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, নতুন এ অর্থায়নের মাধ্যমে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্বনির্ভরতা ও জীবিকা সহায়তা নিয়ে কাজ করবে ইউএসএআইডি। এই অতিরিক্ত তহবিল বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য ডব্লিউএফপির খাবার সংগ্রহে সক্ষমতা বাড়াবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.