নাশকতা এড়াতে চার ট্রেন বন্ধ
বিডি২৪ভিউজ ডেস্ক : রেলের নিরাপত্তায় ২ হাজার ৭০০ আনসার, টহল ইঞ্জিন রাজনৈতিক সহিংসতার কারণে নাশকতা এড়াতে চারটি ট্রেন চলাচল বন্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত অ-গুরুত্বপূর্ণ চারটি ট্রেন চলাচল বন্ধ এবং আন্তনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে নাশকতা এড়াতে টহল ইঞ্জিন চালু এবং রেলের নিরাপত্তায় ২ হাজার ৭০০ আনসার নিয়োগ করা হয়েছে। গতকাল বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) মোহাম্মদ সফিকুর রহমান সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, শুক্রবার রাত থেকে রাজশাহী-পার্বতীপুর রুটের উত্তরা এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ রুটের এক জোড়া কমিউটার ট্রেন চলাচল বন্ধ আছে গত ১৬ ডিসেম্বর থেকে।
ঈশ্বরদী-রাজশাহী
-রোহনপুর রুটের এক জোড়া লোকাল ট্রেন ১৫ ডিসেম্বর থেকে এবং ময়মনসিংহ থেকে ভুয়াপুর চলাচলকারী ২৫৩/২৫৪ লোকাল ট্রেনটি ১৫ ডিসেম্বর বন্ধ করে দেয় রেলওয়ে। এ ছাড়া ঢাকা-তারাকান্দা রুটে চলাচলকারী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের রুট সংক্ষিপ্ত করেছে রেলওয়ে। ১৫ ডিসেম্বর থেকে ট্রেনটি জামালপুর পর্যন্ত চালানো হচ্ছে। তিনি আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতার আশঙ্কায় এসব ট্রেনের চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ওই ট্রেন রুটগুলো অনেকটা প্রত্যন্ত এলাকায়। রাত্রীকালীন ঝুঁকিপূর্ণ মনে করে আমরা ওইসব ট্রেন চলাচল আপাতত বন্ধ রেখেছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতার কারণে রেলওয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে রেললাইনে প্যাট্রোলিং বাড়ানো হয়েছে, এ ছাড়া বিভিন্ন রুটে ট্রেন যাওয়ার আগে ইঞ্জিন এবং ট্রলি দিয়ে এডভান্স পাইলটিং করা হচ্ছে।