দক্ষ জনশক্তি পাঠাতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে
বিডি২৪ভিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যেসহ বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি পাঠাতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। আজ শনিবার (২৫ মে) দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে সেই দেশে সেই ধরনের জনবল পাঠানো হবে।
সেই লক্ষ্যে আমরা চাহিদাভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল পাঠানোর ব্যবস্থা গ্রহণ করছি। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো আরো বেশি সংখ্যক দক্ষ জনবল নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা আশা করছি, দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি তারা অদক্ষ জনশক্তি ভিসা চালু করার ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করবেন।’
তিনি আরো বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।
এর পাশাপাশি কি ধরনের দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদাসম্পন্ন কর্মী প্রয়োজন তা নিয়েও আলোচনা হচ্ছে। এছাড়া বাংলাদেশ থেকে আরো বেশীসংখ্যক কর্মী প্রেরণের বিষয়েও কাজ করছে বাংলাদেশ সরকার।’
এসময় বেশিরভাগ কোম্পানির ভিসা প্রক্রিয়ায় যে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল আলম, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন প্রমুখ।