প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তির জন্য ৬টি প্রোগ্রামের আবেদন জমা

0

নিজস্ব প্রতিনিধি : ৩০ মে Premier University, Chittagong(PUC), BBA (Bachelor of Business Administration), B.Sc in CSE (Bachelor of Science in Computer Science & Engineering), BA (Honors) in English (Bachelor of Arts in English), LL.B (Honors) (Bachelor of Law), B.Sc in EEE (Bachelor of Electrical and Electronic Engineering) and BSS (Honors) in Economics (Bachelor of Social Science) Electrical and Electronic Engineering (EEE) প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনপত্রগুলো জমা করেছে।

এই সময়- এ উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ,আনুষ্ঠানিকভাবে তিনি আবেদনপত্রগুলো গ্রহণ করেন। এ সময় কাউন্সিলের পূর্ণকালীন সদস্য জনাব প্রফেসর ড. এস. এম. কবীর উপস্থিত ছিলেন । এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিল সচিব প্রফেসর এ. কে. এম. মুনিরুল ইসলাম, অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। এ সময়ে Premier University, Chittagong(PUC) এর পক্ষে আবেদন জমা প্রদান করেন কোষাধ্যক্ষ ও IQAC’র পরিচালক প্রফেসর ড. তৌফিক সাইদ, সাথে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.