পাবনার তাড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে সেমিপাকা একাডেমিক ভবন উদ্বোধন

0

পাবনা প্রতিনিধি : পাবনার চরতারাপুর ইউনিয়নের তাড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের তিন রুম বিশিষ্ট সেমিপাকা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফিতা কেটে এ ভবন উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। উদ্বোধন শেষে ভবনের রুমগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন এমপি।

এরপর একটি আলোচনা সভায় যোগ দেন। সভায় প্রিন্স এমপি বলেন, শিক্ষা দিয়ে দেশের টেকসই উন্নয়ন সাধনে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাপক হারে শিক্ষক নিয়োগ সহ অবকাঠামোগত উন্নয়নও অব্যাহত রয়েছে। দেশের অধিকাংশ বিদ্যালয় এমপিওভূক্ত করা হয়েছে। দুচারটি যা বাকি রয়েছে সেগুলোও অচিরেই হয়ে যাবে।

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে নতুন নতুন ভবন নির্মাণসহ বেঞ্চ ও অন্যান্য শিক্ষা উপকরণ দেয়া হচ্ছে। এরই একটি অংশ এ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ। বিদ্যালয়ে শিক্ষা উপযোগী পরিবেশ তৈরিতে সরকারের চেষ্টার কমতি নেই। এর সাথে শিক্ষকেরা যদি শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান অব্যাহত রাখেন তাহলে সুশিক্ষা প্রতিষ্ঠিত হবে। কোমলমতিরা মানুষ হবে। একারণে শিক্ষকদের ইতিবাচক ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আ. সামাদ জানু জোয়ার্দ্দারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগ নেতা কারুজ্জামান রকি, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, চরতারাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক মিলন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.