উদয়ন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পূর্ণ

0

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫ টায় রাজারগাঁও বাজার সংগ্লন্ন মাঠে উদয়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

উদয়ন স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহপরান গাজী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসাদ হোসেন শাকীবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর মাননীয় চেয়ারম্যান, ইঞ্জি: মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উত্তরা রোটারিক্লাবের সাবেক সভাপতি, সুরাইয়া তালুকদার, বিশিষ্ট সমাজসেবক গোলাম মোহাম্মদ খসরু পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আবুল কালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উদয়নের স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক মো: ইমন, সাবেক ছাত্রনেতা, হোসেন মীর, ইঞ্জি: নেছার পাটওয়ারী, আব্দুর রাজ্জাক, চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ সম্পাদক, কামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা, জাকীর হাজারী, রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম বিপ্লব, উদয়ন সমাজকল্যাণের সাবেক সাধারণ সম্পাদক, তানজীল, সাবেক সভাপতি, তানবীর, ইউনিয়ন যুবলীগ নেতা, মোঃ জাকীর হোসেন, বর্তমান সভাপতি, সৌরভ হোসেন জাকারীয়া,সাধারণ সম্পাদক, শাকিল আহমেদ সহ প্রমুখ।

এছাড়াও বেলা ১২ টায় আলীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউজে হাজীগঞ্জ এবং শাহরাস্তির দুই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.