পূজা উদযাপন পরিষদ পাবনার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
পাবনার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে এ অভিষেক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রোটারিয়ান শ্রী প্রভাষ চন্দ্র ভদ্র’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষের সঞ্চলনায় অনষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল হাসান শাহীন,পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডি,এম, হাসিবুল বেনজীর, লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস,পাবনা পানি উন্নয়ন বোর্ড এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইছামতি খনন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) বাবু শ্রী সুধাংশ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী,পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সাবেক সভাপতি অজয় কুমার দাস,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডুসহ অনেকে। অনষ্ঠানের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় ও ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন এই সংগঠনটি সম্পূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠির একটি ধর্মীয়, সমাজকল্যাণমূলক, অরাজনৈতিক সংগঠন। হিন্দু ধর্মাবলন্বী সকল বর্ণের মানুষকে সংগঠিত করে পূজা-পার্বণ ও ধর্মীয় উৎসবাদি সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা,হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কৃতির বিকাশ সাধন, ধর্মীয় পুস্তকাদি প্রকাশ, ধর্মীয় শিক্ষাদান, ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দরভাবে পালন, বর্ণ বৈষম্যের অবসান করে একই সমাজ গড়ে তোলা, হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রাখতে সাহায্য করা, মানবাধিকার, সাংবিধানিক সম-অধিকার ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ এবং সমাজ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সেই লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে পালন করতে আগামী বছর গুলোতে পাবনা জেলা কমিটি কাজ করে যাবে। অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের উপরে অর্পিত দায়িত্ব সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করার আশা ব্যক্ত করে সকল সদস্যর সহযোগিতা কামনা করেন।