বান্দরবানে নবাগত ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়

0

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে নবাগত ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুম প্রাঙ্গনে ট্যুরিস্ট পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ট্যুরিস্ট পুলিশের নবাগত এডিশনাল ডিআইজির আপেল মাহমুদ। এ সময় উনানের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ট্যুরিস্ট পুলিশের ওসি স্বপন আইচ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রকৃতির রানী পার্বত্য জেলা বান্দরবানে বেড়াতে আসার সকল ভ্রমণ প্রিয়াসু পর্যটকদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেজন্য ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জেলা শাখা সর্বদা কাজ করে যাবে। এবং তাদের বিশ্বাস খুব দ্রুত সকল রাজনৈতিক ও অন্যান্য বিভিন্ন ইসু নিয়ে বন্ধ থাকা পর্যটন কেন্দ্র খুব দ্রুত খুলে দেওয়া হবে সে সাথে আবারও পর্যটন মুখর হবে পার্বত্য জেলা বান্দরবান। এজন্য তিনি সচেতন মহল ও প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা আহ্বান করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.