বাংলাদেশে শান্তি সম্প্রীতির জন্য বান্দরবানে ছাত্রসমাজের মোমবাতি মিছিল

0

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও বাংলাদেশে শান্তি সম্প্রীতির জন্য মোমবাতি জ্বালিয়ে বান্দরবানে মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ ৮  আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায়  বান্দরবান সাঙ্গু ব্রিজ থেকে শিক্ষার্থীদের একটি মোমবাতি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয় ।

পরে শহীদ মিনারে শহীদদের স্মরনে মোমবাতি জ্বালিয়ে আলোকিত করা হয় এবং বাংলাদেশের শান্তি সম্প্রীতি যাতে ফিরে আসে সেজন্য সকলে দেশবাসীর কাছে একসাথে মিশে কাজ করার  আহ্বান জানান। 

শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার বিচার সহ ৯( নয়) দফা দাবি মেনে নিতে দৃষ্টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি বাংলাদেশকে নতুন করে যাতে সাজিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে  পারে সে জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে সকল ছাত্র সমাজের পাশে থাকার সহযোগিতা কামনা করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.