শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন তিন কৃতী লেখক

0

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৪ পাচ্ছেন দেশের তিন কৃতী লেখক। তাঁরা হলেন- বরেণ্য শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ, ছড়াশিল্পী আহমেদ জসিম ও গল্পকার ইফতেখার মারুফ।

একাডেমির জুরি বোর্ডের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শিশুসাহিত্য উৎসব ২০২৪’র মঞ্চে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হবে। দেওয়া হবে সম্মাননা স্মারক, উত্তরীয়, উপহার ও নগদ সম্মানী।

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক দীপক বড়ুয়া, এমরান চৌধুরী, অরুণ শীল, উৎপলকান্তি বড়ুয়া, জসীম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, আজিজ রাহমান, কেশব জিপসী, আবুল কালাম বেলাল, মিজানুর রহমান শামীম, অমিত বড়ুয়া, একাডেমির উপ-পরিচালক জসিম উদ্দিন খান, কাসেম আলী রানা, ইসমাইল জসীম, রুনা তাসমিনা ও সৈয়দা সেলিমা আক্তার।

তাঁরা জানান, ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারেও ২৫-২৬ অক্টোবর দু’দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

উৎসবে দেশের প্রায় তিনশ’ লেখক অংশ নেবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.