বান্দরবান শহরে মডেল মসজিদের জায়গা পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

0

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি : পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলেছেন,অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২০ অক্টোবর) সকালে বান্দরবান শহরের জেলা মডেল মসজিদ ও কমপ্লেক্স ভবনের জায়গা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন,ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার, বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তা ও অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি আরো বলেন,একটি পরিবর্তিত পরিস্থিতির পর বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার চালাচ্ছে। মানুষের মাঝে স্বস্তি ফিরে না আসা পর্যন্ত এই সংস্কার কাজ চলমান থাকবে।’

ধর্ম উপদেষ্টা সকালে বান্দরবান শহরের স্টেডিয়াম এলাকা, নিউ গুলশান, মেঘলা ও রেইছা এলাকায় লম্বা ঘোনার মডেল মসজিদ ও কমপ্লেক্সের জায়গা পরিদর্শন করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.