বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই-পার্বত্য উপদেষ্টা
নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে সৌহার্দ্র্য ও সম্প্রীতির সংযোগ বাড়াতে চাই। বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমরা এক হয়ে কাজ করবো।
২২ নভেম্বর ২০২৪ তারিখ শুক্রবার রাজধানীর বনানী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেছেন, আমরা আমাদের আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ, সংস্কৃতি, ঐতিহ্য ধারণ ও লালন করে যেতে চাই। তিনি বলেন, আমরা সকল ভালো কাজের জন্য সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা প্রকাশ করা ধর্মীয় বিধান মতে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। কোনো ভালো কাজের এপ্রিশিয়েশন করা, ভগবান বা দেবতাকে রাজি বা খুশি করার জন্য যে উৎসর্গ ও পূজা করা হয়, তার একটি অংশ হলো গারোদের এই ওয়ানগালা বা নবান্ন উৎসব। সকালে দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গের মাধ্যমে ওয়ানগালা উৎসব শুরু হয়। এসময় শস্যদেবতা বা মিশি সালজং-এর পূজা করেন পুরোহিত জনসন ম্রিং। গারো সম্প্রদায় শরতের শেষে নভেম্বর-ডিসেম্বর মাসে ফসল কাটার সময় নবান্ন উৎসব ওয়ানগালা উদযাপন করে থাকে। এবারের এ উৎসবের আরাধনা হলো সকল ব্যাধি কাটিয়ে যেন আগামী বছর অধিক ফসল উৎপাদন হয় এবং সকলের মঙ্গল ও শান্তি বহমান থাকে।
অনুষ্ঠানে গারো শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে ‘জুম নৃত্য’, স্ল্যাস-এন্ড-বার্ন ডান্স পরিবেশন করে। ওয়ানগালা উৎসব উপলক্ষে বনানী কলেজ মাঠে ওয়ানগালা উদযাপন কমিটি গারো সম্প্রদায়ের ঐতিহ্যগত খাবার, হস্তশিল্প এবং পোশাক ও রকমারি তৈজসপত্র বিক্রয়ের জন্য বিভিন্ন স্টল স্থাপন করে।
গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদের সভাপতি সাগর রিছিল-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সহধর্মিনী মিজ নন্দিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, নকমা (হেডম্যান) জনন্ত চিসিম, ঢাকা মেট্রোপলিটান ক্রিস্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান অগাস্টিন পিউরিফিকেশন, টেট্রা ইঞ্জিনিয়ারিং লি. এর ব্যবস্থাপনা পরিচালক নকমা অন্ত ঘাগরা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এর আদিবাসী জামিল রহমান, ইগনেশিয়াস হেমন্ত কুরাইয়্যা, ইম্ম্যানুয়াল বাপ্পী উপস্থিত ছিলেন।
We aim to strengthen our harmonious connection with all communities in Bangladesh-Advisor Supradip Chakma
Dhaka, 23rd November 2024 –
Ambassador (Retd.) Mr. Supradip Chakma, Adviser to the Chittagong Hill Tracts, emphasized the importance of fostering harmonious connections among all communities in Bangladesh. He expressed a commitment to collaborating with every community throughout the country.
Mr. Supradip Chakma expressed these thoughts during his speech as the chief guest at the Garo traditional Wangala celebration 2024, which took place yesterday at Banani Model School and College in Dhaka.
Mr. Supradip Chakma also stated that it is essential to preserve and cherish our manners, clothing, culture, and traditions. He highlighted the significance of expressing gratitude for the good deeds of others. Recognizing and showing thankfulness are important aspects of various religious traditions. The Wangala, or Navanna festival celebrated by the Garos, incorporates appreciation for good deeds, acknowledgment of sacrifices, and the performance of puja to honor deities.
The Wangala festival begins in the morning with the offering of crops to the deity. During this time, Priest Johnson Mring worships the grain god, Mishi Saljong. The Garo community celebrates the Nabanna festival of Wangala during the harvest season in November and December, marking the end of autumn. This year’s festival aims to address challenges related to increased crop production and to promote peace and prosperity for all.
Garo artists, dressed in traditional costumes, perform the ‘Jum Nritya,’ a dance that symbolizes the slash-and-burn agricultural practice. During the Wangala festival, the Wangala Celebration Committee has set up various stalls at the Banani College grounds, offering traditional food, handicrafts, clothing from the Garo community, and a variety of trinkets for visitors to enjoy.
The Traditional Garo Wangala Celebration Parishad, chaired by, Sagar Richil, welcomed several distinguished guests: Miz Nandita Chakma, spouse of Adviser Supradip Chakma; Kangkan Chakma, Joint Secretary of the Ministry of Chittagong Hill Tracts Affairs; Jananto Chisim, Nakma (Headman); Augustine Purification, Chairman of the Dhaka Metropolitan Christian Cooperative Housing Society; Nakma Ant Ghagra, Managing Director of Tetra Engineering Ltd.; Jamil Rahman, an Adivasi representative from New York, USA; along with Ignatius Hemant Quraiya and Immanuel Bappi.