ঢাকাস্থ রাশিয়ান হাউজ বাংলাদেশের ৫৩তম মহান বিজয় বার্ষিকী উদযাপনের আয়োজন করলো
নিজস্ব প্রতিনিধি : মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের সহযোগিতায় ঢাকাস্থ রাশিয়ান হাউস মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশে মহান বিজয়ের ৫৩তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভইচেনকভ। সবাইকে মহান বিজয়ের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মহান বিজয় দিবস আমাদের উভয় দেশের জন্য গৌরবের দিন, যা আমাদের ঐতিহাসিক বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালের বিপ্লবের দিন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সমর্থন দেয়। মুক্তিযুদ্ধে বাংলাদেশের সমর্থনের সুবাদে দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রাশিয়া বড় বড় শিল্প উদ্যোগ ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তা করেছে। বাংলাদেশের অনুরোধে সোভিয়েত নৌবাহিনী প্রত্যক্ষ সহযোগিতায় চট্টগ্রাম বন্দরের মাইনমুক্ত করে এবং এর পূর্ণাঙ্গ কার্যক্রম নিশ্চিত করে।
বাংলাদেশ সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মিজানুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। বীর মুক্তিযোদ্ধারা এ যুদ্ধে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়েছেন।
মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ নাগরিক। তাঁদের সম্মান করা আমাদের কর্তব্য এবং আজ আমরা এই সাহসী মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও বক্তব্য রাখেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল স্বাধীনতা সংগ্রামের গান ও কবিতা। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা তাদের অনুভূতি ও অভিজ্ঞতা বিনিময় করেন।