পাবনায় নাদিরা ইয়াসমিন জলি এমপি’র পক্ষ হতে প্রায় ১০ হাজার পিস মাস্ক প্রদান
পাবনা প্রতিনিধি : পাবনায় মহান বিজয় দিবস উপলক্ষে( কোভিড-১৯ ) করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে এবং করোনা ভাইরাস সংক্রামণ রোধ করতে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক প্রদান করা হয়েছে। রবিবার সকালে পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি’র উদ্যোগে এসকল মাস্ক জেলা প্রশাসক কবীর মাহমুদ এর নিকট,পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এর নিকট, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ এর নিকট, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ও পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালকের নিকট প্রদান করেন সংসদ সদস্য’র একান্ত ব্যক্তিগত সহকারি জাহিদুল ইসলাম রাজু ও জনসংযোগ প্রতিনিধি ইঞ্জি: হাসনাত ফেরদৌস রোমান। সংসদ সদস্য’র একান্ত ব্যক্তিগত সহকারি জাহিদুল ইসলাম রাজু জানান, মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি মহাদয়ের পক্ষ থেকে এসকল মাস্ক উপহার হিসেবে দেওয়া হলো। তিনি জানান,পাবনার ১১টি থানা ও পুলিশ সুপারের কার্যালয়ের জন্য ৫০০০ পিস,জেলা প্রশাসক কার্যালয়ের জন্য ২০০০ পিস,পাবনা প্রেসক্লাবের জন্য ১০০০ পিস, উপজেলা নির্বাহী অফিসের জন্য ৫০০ পিস, পাবনা জেনারেল হাসপাতালের জন্য ১০০০ পিস ও জেলা শিক্ষা অফিসে ২০০ মাস্ক প্রদান করা হয়।