ফিরে দেখা পাবনা- ২০২০
বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের সর্ববৃহৎ ‘রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প’র রাশিয়া থেকে ভারী যন্ত্রপাতি নির্মাণস্থলে পৌঁছানো, পাশেই পদ্মা নদীতে বৃহৎ নৌবন্দর চালু, পাবনা মধ্যশহরে পালক পুত্রের হাতে একই পরিবারের তিনজন নৃশংসভাবে খুন, সংসদীয় ও স্থানীয় সরকারের উপজেলা, পৌরসভা এবং ইউপি নির্বাচন, জনপ্রতিনিধিদের করোনা আক্রান্ত ও না ফেরার দেশে পাড়ি জমানো, দীর্ঘদিন পর বিএনপি থেকে আওয়ামী লীগে পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টুর আওয়ামী লীগে যোগদান, সাবেক ছাত্র নেতা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়া, এবং দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর কেন্দ্রীয় আওয়ামী লীগে পদ প্রাপ্তিসহ নানা আলোচিত-সমালোচিত ঘটনা নিয়েই প্রাচীন জনপদ পাবনা থেকে বিদায় নিয়েছে ২০২০ খ্রিস্টাব্দ।
এর সাথেই জেলার ৯ উপজেলা আর ১১ থানায় রয়েছে রাজনৈতিক, পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধে নানা সংঘাত, সংঘর্ষ, মারামারি, হামলা-মামলার ঘটনা। পারিবারিক নানা অশান্তির কারণে আত্মহত্যা, যৌতুকের দাবীতে নির্যাতন, গৃহবধু, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের ধর্ষণ, সড়ক দূর্ঘটনায় অসংখ্য প্রাণহানী, পঙ্গুত্ববরণ, অপহরণ, চাঁদাবাজি, কবর থেকে মস্তক বিচ্ছিন্ন করাসহ আইন শৃংখলা পরিপন্থী নানা ঘটনার সাক্ষী হয়ে রয়েছে বিদায়ী বছর।
একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে খুন : পাবনা মধ্যশহরের দিলালপুর মহল্লায় বাসার ভেতর থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬৪), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও মেয়ে সানজিদা খাতুনের (১৪) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবী, নিহত আব্দুল জব্বার নিঃসন্তান ছিলেন। তিনি মেয়ে সানজিদাকে দত্তক দিয়েছিলেন। একই সাথে পালিত পুত্র ছিল তানভীর। সম্পত্তির লোভেই তানভির পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করে। চলতি বছরের ৫ জুন এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
রূপপুর প্রকল্পের পদ্মায় নৌবন্দর চালু : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম নেয়ার জন্যই পদ্মা নদীতে তৈরীকৃত নৌবন্দর ২৯ আগস্ট পুরোপুরি চালু করা হয়। ইতোমধ্যে রাশিয়া থেকে রিঅ্যাক্টর প্লান্টের ভারী ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম নির্মাণস্থলে চলে এসেছে। যা ছিল বিদায়ী বছরের জন্য একটি আলোচিত সংবাদ। বিদায়অ বছরেই বিভিন্ন সময়ে এই বন্দর দিয়েই কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টের বিভিন্ন প্রয়োজনীয় অংশ যেমন, ভিভিইআর-১২০০(-) চুল্লিপাত্র, চারটি স্টিম জেনারেটর ও বিভিন্ন ভারী যন্ত্রপাতি ওঠানো-নামানোর জন্য পোলার ক্রেন সরবরাহ করা হয়েছে। পদ্মা নদীর এই বন্দর তৈরী করতে সময় লেগেছে দেড় বছর। এর আয়তন ১৫০ বাই ৩৫০ মিটার। বছরের বিভিন্ন মওসুমে নদীতে পানির গভীরতায় ১০ মিটারের পার্থক্য ধরে বন্দরটি তৈরী করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, শুস্ক মওসুমে নদীতে সর্বোচ্চ পরিমানে পানি নীচে নেমে গেলেও বন্দর ঘাটে সর্বনিম্ন সাড়ে তিন মিটার পানির গভীরতা থাকবে। এই গভীরতায় বছরের সবসময় সেখানে কাজ চলবে। বর্ষা মওসুমে বন্দরে বড় আকারের জাহাজও ভেড়ানো যাবে।
নগরবাড়ি নৌবন্দর ভিত্তিপ্রস্তর স্থাপন : নৌপথ সমৃদ্ধ ও সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ ইচ্ছেতেই ২৭ ফেব্রুয়ারি নগরবাড়ি নৌবন্দর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। আগামি দু’বছরের মধ্যেই পাবনার নগরবাড়ি আনুষাঙ্গিক সুবিধাদিসহ নৌবন্দর চালু হবে। ৫১৩ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মালামাল বিতরণের অন্যতম প্রধান কেন্দ্র এটি। এ ঘাট দিয়ে মূলত সার, সিমেন্ট, পাথর, বালু, কয়লা, খাদ্য সামগ্রী এবং বাল্ক সামগ্রী ওঠানামা করানো হয়। এ ঘাটে সরকারি বা বেসরকারি কোন প্রাতিষ্ঠানিক সুবিধাদি না থাকায় নগরবাড়ি এলাকায় আধুনিক বন্দর অবকাঠামো নির্মাণের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়। এই প্রকল্পের মূল কাজ ভূমি উন্নয়ন, ড্রেজিং, পাকা জেটি, তীররক্ষা বাঁধ, সংযোগ সড়ক, স্টিল গ্যাংওয়ে, পল্টুন,কাটাতারসহ সীমানা প্রাচীর, যাত্রী ছাউনি, পাকা সিঁড়ি, গুদাম, উন্মুক্ত মজুদ স্থান বন্দর ভবন, প্রশাসনিক ভবন, পরিদর্শণ বাংলো, ডরমিটরী ও পাইলট হাউজ নির্মাণ।
সাবেক ভূমিমন্ত্রীর জীবনাবসান : বর্ষীয়ান রাজনীতিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য এবং সাবেক ভূমিমন্ত্রী ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু বার্ধক্যজনিত নানা জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ এপ্রিল না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কৈশোর থেকেই রাজনীতিতে হাতেখড়ি। পঞ্চম শ্রেণিতে অধ্যায়নকালে ভাষা আন্দোলনের মিছিলে যোগ দিয়ে গ্রেপ্তার হন। আইয়ুব খানের মার্শাল ল বিরোধী আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ছয় দফা আন্দোলন এবং উনসত্তরের গণঅভ্যত্থানেও সক্রিয় ছিলেন। এসব কারনে তাকে বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে। মহান একাত্তরের স্বাধীনতা যুদ্ধে তিনি ৭ নং সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। নিজ ইউনিয়ন ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউপিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর প্রতিটি সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে আওয়ামী লীগের টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। ৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর দীর্ঘদিন তিনি জেলে বন্দি ছিলেন। জেল খেটেছেন সামরিক শাসক এইচএম এরশাদের সময়েও।
করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধুর আরেক সহচর বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের মৃত্যু : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের করোনা ভাইরাসের কাছে হার মানেন। তিনি ১১ সেপ্টেম্বর চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২) বছর। পাবনার এক সময়ের তুখোর ছাত্রলীগ নেতা, সুবক্তা এবং বঙ্গবন্ধুর সাথে একই মঞ্চে জ্বালাময়ী বক্তব্যের অধিকারী ছিলেন আব্দুল কাদের। দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের শুধু নিবেদিত নেতাই নন। তিনি একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে নিজ উপজেলার মানুষের মন জয় করে নিয়েছিলেন। সবাই তাকে কাদের ভাই নামেই একনামে জানতেন এবং চিনতেন।
আঁতুর ঘরে ফিরলেন কামরুল হাসান মিন্টু : নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টানা দুই যুগ সময় অতিবাহিত করে আঁতুর ঘরে ফিরলেন পাবনা পৌরসভার মেয়র, তৎকালীন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিন্টু। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কামরুল হাসান মিন্টু ছাত্রলীগের রাজনীতির সাথে অতপ্রতভাবে যুক্ত ছিলেন। তিনি সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএস নির্বাচিত হন। প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেয়ায় তার সাথে কামরুল হাসান মিন্টুও যোগ দেন। যোগদানের বেশ কয়েকবছরের ব্যবধানে বিএনপির বিবাদমান দু’টি গ্রুপের সৃষ্টি হয়। জেলা বিএনপির রাজনীতিতে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কামরুল হাসান মিন্টু সমর্থিত দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। ইতোমধ্যে টানা তিনবার তিনি মেয়র নির্বাচিত হন পাবনা পৌরসভার। ২০১৯ সালে বহিস্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ কেন্দ্রীয় বিএনপি নিলেও পরে তা আলোর মুখ দেখেনি। অবশেষে তিনি আওয়ামী লীগের ফিরে আসলেন।
ভাঙ্গুড়া উপজেলার ২ টি ইউপির নির্বাচন : চলতি বছরের ২০ অক্টোবর অনুষ্ঠিত হয় পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ও মন্ডতোষ ইউনিয়ন পরিষদের নির্বাচন। স্বতঃর্স্ফূত ও ভোটার উপস্থিতির নির্বাচন ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘ বছর পর আনন্দঘন পরিবেশে এবং ভোটারদের উৎসাহ উদ্দীপনার মধ্যে এই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
পাবনার ঈশ্বরদী ও বেড়া উপজেলার চেয়ারম্যান পদের উপ নির্বাচন : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে ওই আসনে উপনির্বাচনে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদের উপনির্বাচন ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচন বয়কট, প্রত্যাখ্যানসহ যত অভিযোগ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের পর তিনি কোনবারই বিএনপির ধানের শীষে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। বিএনপিতে যোগদানের পর তিনি যে ক’বার প্রার্থী হয়েছেন। তন্মধ্যে, নির্বাচনে কারচুপি, অনিয়ম, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলত আচরণসহ নানা অভিযোগে তিনি নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। বয়কট করেছেন। নির্বাচন থেকে সড়েও এসেছেন। আবার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি এবং দলের চেয়ারপার্সনের নির্দেশে গুরুত্বপূর্ণ কাজে তিনি ব্যস্ত থাকায় নিজের ভোটটি দিতে পারেননি। তবে চলতি বছরে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে তিনি বিএনপি সমর্থিত প্রার্থীকে ধানের শীষে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন।
আলোচিত সিভিল সার্জনকে শাস্তিমূলক বদলী : স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গত ২৯ অক্টোবর পাবনায় আসেন সিভিল সার্জন অফিস, পাবনা মেডিকেল কলেজ, মানসিক হাসপাতাল, টিবি ক্লিনিক ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শণ করতে। এদিন জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সুধীজনদের সাথে মতবিনিময়ে বসেন স্বাস্থ্য বিভাগের ডিজি। সভা চালাকালে সিভিল সার্জন ডা. মেহেদী ইকবার সাংবাদিক ও টিভি ক্যামেরাপার্সনদের সাথে অশোভন আচরণ করে সভাকক্ষ থেকে বের করে দেন। তাৎক্ষণিক ভাবে সাংবাদিকরা ডিজির সংবাদ বর্জনসহ সিভিল সার্জনকে প্রত্যাহারের দাবী জানান। এ ঘটনার পর জেলার আইনশৃংখলা কমিটির মাসিক মিটিংয়ে তাকে তিরস্কার করা হয়। ঘটনার কয়েকদিনের মাথায় পাবনার আলোচিত সিভিল সার্জন ডা. মেহেদী ইকবালকে পাবনা থেকে শাস্তিমূলক বদলী করে গাইবান্ধা সদর হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলী করা হয়।
ঈশ্বরদীতে কবর থেকে লাশের মাথা কেটে চুরি : ১২ নভেম্বর ভয়াবহ ঘটনা ঘটে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর গোরস্থানে। ওই এলাকার ফজিলা খাতুন (৮৫) মারা যাবার পর তাকে জয়নগর গোরস্তানে দাফন করা হয়। দাফনের দুই সপ্তাহ পর দূর্বৃত্তরা বৃদ্ধা মহিলার মরদেহ থেকে মস্তক বিচ্ছিন করে চুরি করে নিয়ে যায়। কবরটি খোলাবস্থায় এবং মস্তক বিহিন লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি টের পায়। ঘটনার পর থেকে পুলিশ এখনও বিষয়টি স্পষ্ট হতে পারেনি। তবে স্থানীয়দের ধারণা, যাদু টোনার কাজে ব্যবহারের জন্য হয়তো দূর্বৃত্তরা মরদেহ থেকে মস্তকটি কেটে চুরি করে নিয়ে গেছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য অঞ্জন চৌধুরী পিন্টু : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয়েছেন দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের পরিচালক, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড এবং মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। চলতি বছরের ২৪ ডিসেম্বর তাকে এই পদে মনোনীত করা হয়।
খুন, হত্যা, ধর্ষন, অপহরণ, চাঁদাবাজি, হুমকি, হামলা-মামলা, সংঘর্ষ, সড়ক দূর্ঘটনা : রাজনৈতিক, পারিবারিক ও আধিপত্য বিস্তার নিয়ে জেলায় প্রায় অর্ধশত হামলা, মামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, মারধরের ঘটনা ঘটেছে। আলাদা আলাদা ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানিসহ আহতের তথ্যও রয়েছে। পারিবারিক সংঘাত-অশান্তি, প্রেমঘটিত, পরকিয়া, অভিমান ও ইচ্ছে পূরণ না হওয়ায় জেলায় পুলিশ ও স্থানীয়দের ভাষ্যে কমপক্ষে ৩০/৪০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। যৌতুক, পারিবারিক নির্যাতনসহ বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ ও মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী ধর্ষণের শিকারও হয়েছে। বেপরোয়া বাইক চালানো, বাস ট্রাকের চাপাসহ নানা ধরণের সড়ক দূর্ঘটনায় জেলায় পুরো বছরে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে।
করোনা পরিস্থিতি : চলতি বছরের মার্চে করোনা আঘাত হানলেও পাবনাতে প্রথম ১৬ এপ্রিল করোনা রোগী সনাক্ত হয়। জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, করোনা শুরু থেকে বিদায়ী বছর পর্যন্ত এ জেলায় ২৩ হাজার ৬৯৩ জনের নমুনা পরীক্ষা করে সনাক্ত হয়েছে ১৪৪৪ জন। আর মারা গেছে ১০ জন। করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত এ জেলায় চিকিৎসা ব্যবস্থার কোন উন্নতি হয়নি। করোনা রোগীদের চিকিৎসায় শুরু থেকেই ২৫০ শয্রার পাবনা জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে সেবা দেয়া হচ্ছে। এখানে ১০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ১৩৮ জন সন্দেহভাজন রোগী ভর্তি করা হয়। যার মধ্যে ৩০ জন করোনা আক্রান্ত ছিলেন। পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকায় অধিকাংশ রোগী হাসপাতাল মুখি নয়।
সিটি স্ক্যান সংযোজন : প্রায় ২ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন স্বাস্থ্য বিভাগ বরাদ্দ দেয় পাবনা জেনারেল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিদ্যুৎ বিভাগ ও গণপূর্ত বিভাগের অসহযোগিতার কারণে প্রায় ১ বছর সিটি স্ক্যান মেশিনটি বিদ্যুৎ সংযোগের অভাবে ব্যবহার না করেই ফেলে রাখা হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
পাবিপ্রবিতে শিক্ষকদের মধ্যে হাতাহাতি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ফুল দেয়াকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দু’গ্রুপের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পাবিপ্রবির অনিয়ম, দূর্নীতির প্রতিবাদের শিক্ষক ড. আব্দুল আলীমের একক অবস্থান কর্মসূচী: চলতি বছরের ৫ নভেম্বর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সামাজিক অনুষদের সাবেক ডীন ড. এম আব্দুল আলীম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৮ দফা দাবী বাস্তবায়নের দাবীতে একক অবস্থান কর্মসূচীতে বসেন। যা এ জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।