বইয়ের প্রচ্ছদ মানেই পাঠকের ধারণা ধ্রুব এষের আঁকা I ১৭ জানুয়ারি প্রথিতযশা এই চারু শিল্পীর জন্মদিন
বাংলাদেশ এবং ভারতের কলকাতায় ‘ধ্রুব এষ’ এখন ব্র্যান্ড নেম ! বইয়ের প্রচ্ছদ মানেই পাঠকের ধারণা ধ্রুব এষের আঁকা I
১৭ জানুয়ারি প্রথিতযশা এই চারু শিল্পীর জন্মদিন I
ধ্রুবকে প্রতি বছর তাঁকে সহস্রাধিক প্রচ্ছদ আঁকতে হয় I কিন্তু একদম শুরুতে তাঁর প্রথম চার রঙা বইয়ের প্রচ্ছদ ডিজাইনটি ছিল বিদ্যাপ্রকাশের I এ ক’বছর পর শিশুদের জন্য প্রথম চার রঙা ইলাস্ট্রেটেড বই I এ কারণে, ধ্রুব’র প্রতি আমার আলাদা ভালোবাসা !
ধ্রুব বাংলাসাহিত্যে শিশুতোষ, বিজ্ঞান কল্পকাহিনী, কবিতা, গল্প, উপন্যাস প্রভৃতিতে লেখক হিসাবে বিচরণ করে তাঁর যোগ্যতার অসাধারণত্বের স্বাক্ষর রেখেছেন ! বাংলা সাহিত্যকে সম্মৃদ্ধ করেছেন I তাঁর এই সৃষ্টিশীলকর্ম নিরন্তনভাবে অব্যাহত থাকবে– সেই প্রত্যাশা করি I
সর্বমঙ্গলে তাঁর সুস্থতা ও নিরাপত্তা জীবন কামনা করি !