পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ক্রিকেট এক্সপ্রেস বগুড়ার ৪ উইকেটে জয়

0

নিজস্ব প্রতিনিধি : পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ক্রিকেট এক্সপ্রেস বগুড়ার ৪ উইকেটে জয়।

আজকের খেলায় মুখোমুখি হয়েছিল ক্রিকেট এক্সপ্রেস বগুরা এবং গাজীপুর ক্রিকেট একাডেমি ।
টসে জিতে গাজীপুর ক্রিকেট একাডেমি আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। গাজীপুর ক্রিকেট একাডেমির সোহান ৪২ ও সবুজের অপরাজিত ১৮ রানের সুবাদে ১০ উইকেট হারিয়ে ২৬.৪ অভারে ১০০ রান সংগ্রহ করে। এদিকে ক্রিকেট এক্সপ্রেস বগুরার হয়ে বল মুস্তাফিজ ৪, সৈকত ৩ ও হাসিব ২ টি করে উইকেট নেন।

১০১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ক্রিকেট এক্সপ্রেস বগুরা ৪ উইকেট হারিয়ে ১৭ অভারে জয়ের লক্ষে পৌঁছে যায়। ব্যাট হাতে ক্রিকেট এক্সপ্রেস বগুড়ার হয়ে হাসিব ৪৭, তানজিম ১৫ রান করেন। এদিকে বল হাতে গাজীপুর ক্রিকেট একাডেমির হয়ে কামরুল ৩, সবুজ ২ ও রুবেল ১ টি করে উইকেট নেন।
খেলায় ক্রিকেট এক্সপ্রেস বগুরা ৪ উইকেটে জয় লাভ করে।

ম্যাচ সেরা হয়েছেন ক্রিকেট এক্সপ্রেস বগুড়ার হাসিব ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.