পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্টে রুপম মেমোরিয়াল ক্লাব এবং খান পরিবার আহম্মেদপুর এর খেলায় ড্র
নিজস্ব প্রতিনিধি : পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্টে রুপম মেমোরিয়াল ক্লাব এবং খান পরিবার আহম্মেদপুর এর খেলায় ড্র।
আজকের খেলায় মুখোমুখি হয়েছিল রুপম মেমোরিয়াল ক্লাব এবং খান পরিবার আহম্মেদপুর।
টসে জিতে রুপম মেমোরিয়াল ক্লাব বল করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করতে নেমে খান পরিবারের জহিরের ৩৭, আনোয়ারের ৩০ ও রিজভীর ২৫ রানের সুবাদে ১০ উইকেট হারিয়ে ৪৩.১ অভারে ১৫৭ রান সংগ্রহ করে। এদিকে রুপম মেমোরিয়াল ক্লাবের হয়ে বল হাতে মারুফ ৩ ও লিখন ৩ টি করে উইকেট নেন।
১৫৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে রুপম মেমোরিয়াল ক্লাব ১০ উইকেট হারিয়ে ৪৯.১ অভারে ১৫৭ রান করে। ব্যাট হাতে রুপম মেমোরিয়াল ক্লাবের হয়ে জাকির ৪৪, লিখন ২৯ ও নাইম ১৩ রান করেন। এদিকে বল হাতে খান পরিবারের রিজভি ৩,আনোয়ার ২ ও প্রাননয় ২ টি করে উইকেট নেন।
আজকের খেলাটি ড্র হয়, এতে পয়েন্ট দুই দলের মাঝে ভাগাভাগি হয়।
ম্যাচ সেরা হয়েছেন রুপম মেমোরিয়াল ক্লাবের লিখন ।