পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ২২ রানে জয়
নিজস্ব প্রতিনিধি : পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ২২ রানে জয়।
আজকের ৪৮ ওভারের খেলায় মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ওল্ড স্টারস।
টসে জিতে ওল্ড স্টারস মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায়। আগে ব্যাট করতে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের রিফাত সানজিত সিহাব ৭০, মুন্না ৫০ ও রাফসানের ৫০ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ৪৮ অভারে ২৯০ রান সংগ্রহ করে। এদিকে ওল্ড স্টারসের হয়ে বল হাতে নাইম ৪, হিমেল ২ ও মেহেদি ২ টি করে উইকেট নেন।
২৯১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ওল্ড স্টার ১০ উইকেট হারিয়ে ৪৫.২ অভারে ২৬৮ রান করে। ব্যাট হাতে ওল্ড স্টারের নাইম ৫৯, ইমরান ৪৫ ও বিজয় ৪৪ রান করেন। এদিকে বল হাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের রাফসান ৪, সাগর ৩ ও কাওসার ২ টি করে উইকেট নেন।
আজকের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ২২ রানে জয় লাভ করে।
ম্যাচ সেরা হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের রাফসান আল মাহমুদ।