বান্দরবানে ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি : ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির, বান্দরবান জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
র‍্যালীতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকা থেকে ফেস্টুন ও প্লেকার্ড হাতে ছাত্র শিবিরের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির বান্দরবান পার্বত্য জেলর সভাপতি 
মোহাম্মদ কলিম উল্লাহ ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম  সহ বিভিন্ন উপজেলা থেকে আসা  ছাত্র শিবিরের বিভিন্ন কর্মী বৃন্দ অনেকে। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোন ফেসিবাদের  স্থান হবে না পার্বত্য জেলা বান্দরবানে। যারা নিরীহ ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিচার অবশ্যই হবে এই বাংলার মাটিতে। তাই দেশ মাতৃকার জন্য বাংলাদেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.