ইসলামী যুব আন্দোলন পাবনা পশ্চিম জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল

0

নিজস্ব প্রতিনিধি : ইসলামী যুব আন্দোলন পাবনা পশ্চিম জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৭ই রমজান ১৮ মার্চ (মঙ্গলবার ) বদর দিবস উপলক্ষে পাবনা প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা রবিউল ইসলাম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত যৌবন আর এই যৌবনকাল ইসলামের কল্যাণে ব্যয় করলেম আল্লাহতালা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। এবং যুবকদের ইসলামী যুব আন্দোলনের প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক কার্যক্রম পরিচালনা করার আহবান করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মোঃ আনোয়ার হোসাইন ফরিদী সাহেব সঞ্চালনা ইসলামী যুব আন্দোলন সাধারণ সম্পাদক মোঃ সনি শেখ উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সদর থানা সভাপতি হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল জলিল আরো উপস্থিত ছিলেন মুফতি মুক্তাদির হোসেন মারুফ ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ।

সভাপতি তার ভাষনে বলেন ইসলাম দেশ মানবতার কল্যাণে যুবকদের এগিয়ে আসতে হবে এবং দেশের স্বার্থে যুবকদেরই কাজ করতে হবে যৌবনকাল সবচাইতে গুরুত্বপূর্ণ যৌবনকালে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য ইসলামী যুব আন্দোলনের সংস্পর্শে এসে দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে হবে।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.