জাতীয় নাগরিক কমিটির রাঙ্গামাটিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশ রক্ষা ও ছাত্র জনতা কে স্বাধীনতা দিতে হলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে -  জোবাইরুল হাসান আরিফ

0

মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল যুগ্ন মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ    বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পলায়নের মাধ্যমে ছাত্র-জনতা এক অসম্ভবকে সম্ভব করেছেন।

পতিত সরকারের নীলনকশায় ধ্বংস করে দেওয়া দেশের গণতন্ত্র রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। তাই দেশকে নতুনভাবে গড়তে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে পূর্বের মতো ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করতে হবে। 

তিনি বুধবার সন্ধায় রাঙ্গামাটির বনরূপাস্থল কসমস রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে পুরাতন লুণ্ঠন ব্যবস্থা থেকে উত্তরণের জন্য সংস্কার জরুরী হয়ে পড়েছে। এজন্য ফ্যাসিস্ট ও পতিত সরকারের দোসরদের  সংস্কার প্রশ্নে ছাত্র জনতা সহ চলমান সকল দল একমত থাকতে হবে। এর ফলে যথাযথ সংস্কারের মাধ্যমে দেশ অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে। রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের সম্মানে রাঙ্গামাটির কসমস রেস্টুরেন্টে   অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জাতীয় নাগরিক পার্টির ইঞ্জিনিয়ারিং উইন্সের কেন্দ্রীয় সদস্য নাজমুল হক এর সঞ্চালনায়, রাঙামাটি এন,সি,পি’র  সদস্য মোঃ জামিল মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এনসিপি’র কেন্দ্রীয় সদস্য কোলিন্স চাকমা, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক আসিফ উদ্দিন চৌধুরী, রাকিবুল হাসান, সাইফুল ইসলাম, সাইবাল আহমেদ জেলা সংগঠক, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,সুরজিৎ চাকমা,  কামাল উদ্দিন, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজ আলম, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার জুই চাকমাসহ অনেকেই।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.